বিস্ময় বিজ্ঞানী রিফাত শাহরুকের আবিষ্কার- বিশ্বের সবচেয়ে হালকা কৃত্রিম উপগ্রহ ‘কালাম স‍্যাট’

0
522

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

নাম- রিফাত শাহরুক।বয়স- ১৮ বছর।বাড়ি-তামিলনাড়ু।আদর্শ-এ.পি.জে.আব্দুল কালাম আজাদ।আবিষ্কার -বিশ্বের সবচেয়ে হালকা কৃত্রিম উপগ্রহ ।

রিফাত ও সঙ্গীরা।

ভারতের তামিলনাড়ুর পাল্লাপাট্টির পদার্থবিদ্যার স্নাতক স্তরের ছাত্র রিফাত। পাশপাশি  সে ‘স্পেস কিডজ ইন্ডিয়া’-তে তিনি গবেষণার কাজে নিযুক্ত । সেখানেই গবেষণা করার সময়ে মাহাকাশ বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার করেন রিফাত। রিফাত ও তাঁর সঙ্গীরা মিলে আবিষ্কার করেন বিশ্বের সবচেয়ে হালকা কৃত্রিম উপগ্রহ ‘কালাম-স্যাট’।

এই সেই আবিষ্কার।

উপগ্রহটির নামকরণ হয়েছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিজ্ঞানী প্রয়াত আব্দুল কালামের নামে। ‘কালামস্যাটে’র ওজন ৬৪ গ্রাম। উপগ্রহটি ৩.৮ সেন্টিমিটারের একটি ঘনক । এই কৃত্রিম উপগ্রহটি তাপমাত্রা, আর্দ্রতা ও বাতাসের চাপ নির্ণয় করতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here