মনিরুল হক, কোচবিহারঃ
শহরকে অস্ত্র মুক্ত করা সহ স্থানীয় বিভিন্ন দাবিতে মহকুমা বিপিএমও কমিটির পক্ষ থেকে অধিকার যাত্রা করা হল দিনহাটায়।কলকাতায় অধিকার যাত্রাকে সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বর কোচবিহারে কেন্দ্রীয় সমাবেশ করবে বেঙ্গল প্ল্যাটফর্ম অব মাস অর্গানাইজেশন তথা বামপন্থী গণ সংগঠন সমূহ।সেই সমাবেশকে সামনে রেখে আজ মহকুমা শাসকের কাছে একাধিক দাবিতে অধিকার যাত্রা করে স্মারকলিপি দেয় দিনহাটা বিপিএমও কমিটি।এদিনের এই অধিকার মিছিলে হাঁটেন বাম নেতা আব্দুল রউফ,বিকাশ মণ্ডল, প্রবোধ নাগ, প্রবীর পাল, শুভ্রালোক দাস ও আরও অনেকে। দিনহাটা স্টেশন চৌপথি থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মহকুমা শাসকের অফিসে যায়।
২০ দফা কেন্দ্রীয় দাবি এবং স্থানীয় বিভিন্ন দাবিকে সামনে রেখে চলতি মাসের ১০ তারিখ কোচবিহার থেকে কলকাতা অধিকার যাত্রা করবে বিপিএমও।ওই দিন কোচবিহারের রাজবাড়ি স্টেডিয়ামে সংগঠনের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সেখানে এই অধিকার যাত্রার সূচনা করবেন কৃষক আন্দোলনের সর্বভারতীয় নেতা হান্নান মোল্লা।উপস্থিত থাকবেন শ্রমিক আন্দোলনের নেতা শ্যামল চক্রবর্তী। জেলার ১০০ জন পদযাত্রী এই অধিকার যাত্রায় অংশ গ্রহণ করবে বলে বেঙ্গল প্ল্যাটফর্ম অব মাস অর্গানাইজেশনের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ দুইদিন ব্যাপি বইমেলা ও বিজ্ঞান মডেল প্রদর্শনী শুরু কোচবিহারে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584