ভারতের সর্বকালের সেরা উইকেটকিপার হওয়ার ক্ষমতা রাখে পন্থঃ তারক সিনহা

0
68

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

আশিস নেহেরা, ইশান্ত শর্মা থেকে শুরু করে ঋষভ পন্থ সবাই তৈরী তার হাতে তিনি বাংলার হুগলি জেলার তারক সিনহা।

Rishav Pant | newsfront.co

দিল্লীতে গিয়ে কোচিং করাচ্ছেন তৈরি করছেন একের পর এক তারকা নিজের শিষ্য ঋষভ পন্থকে নিয়ে বলেন, “এটা ওর থেকে আশা করাই যায়। ঋষভের ক্লাস আছে। আগে ফিনিশার হিসেবে অনেক কাজ করেছে কিন্তু ফিনিশ করতে পারে নি এটা ফিনিশ করল আমি খুশি।যখন সিডনিতে ভালো খেলে মারতে গিয়ে আউট হল আমি বলি যে ম্যাচটা তোমার শেষ ও বলেছিল ক্যাজুয়াল হই নি ভুল জায়গায় ব্যাটের লেগে গিয়েছিল বলের জাজমেন্ট অনেক ভালো হিট করে তাই ওর থেকে প্রত্যাশিত। ও আমার কথা রেখেছে তাতে আমি খুশি।”

আরও পড়ুনঃ ভারতকে অভিনন্দন আক্রম, আফ্রিদির

অস্ট্রেলিয়া মাটিতে একটা আর ইংল্যান্ড মাটিতে একটা শত রান আর গাব্বাতে ম্যাচ জেতানো ইনিংস টেস্টে এই নজির নেই মহেন্দ্র সিং ধোনির ও সেই তাহলে ঋষভ কি ভারতের সর্বকালের সেরা উইকেটকিপার? সেই বিষয়ে পন্থের কোচ জানান,”সময় লাগবে তবে টেস্ট ক্রিকেটে ও ভারতের সর্বকালের সেরা উইকেটকিপার হওয়ার ক্ষমতা রাখে।”

আরও পড়ুনঃ আমার চোখে জল এসে গিয়েছিল বিরাটদের উদ্দেশ্যে বললেন শাস্ত্রী

ওয়ান-ডে দলে বল মিস করার জন্য প্রথম একাদশে এখন সেভাবে সুযোগ পান না পন্থ সেই বিষয় নিয়ে তার গুরুর মন্তব্য,”বল তো সবাই মিস করে ও একা নাকি! এখন যখন ব্যাটিং ভালো হয়েছে এবার কিপিং করাতে মন দিক আমি আশা রাখি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।”

পন্থ ভালো খেলায় মুশকিল হয়ে গেল বাংলার ঋদ্ধিমান সাহার দলে সুযোগ পাওয়া সেই বিষয়ে বাঙালি এই কোচ জানান, “দুর্ভাগ্যজনক এত সুন্দর উইকেটকিপার সুযোগ পাচ্ছে না ওর ব্যাটিংটা যদি ভালো হত? মডার্ন ক্রিকেটে ব্যাটিং করাতে অনেক কিছু নির্ভর করে।” এছাড়া ভারতের সর্বকালের সেরা জয় বলেও তিনি এই জয়কে তুলে ধরেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here