দুটো ক্যাচ মিস পন্থের ফুটে উঠলো ঋদ্ধির অভাব

0
54

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

সিডনি টেস্টে ভারতীয় উইকেট রক্ষক ঋষভ পন্থের কারণে ব্যাকফুটে ভারত। এদিন বৃষ্টি বিঘ্নিত সিডনিতে কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডেকে সচল রাখেন ওপেনার উইল পুকোভস্কি এবং তারকা ব্যাটসম্যান মার্নাস লাবুশানে। রান রেট কমলেও দুজনেই বেশ সেট ছিলেন। এই অবস্থায় উইল পুকোভস্কির পরপর দুটি ক্যাচ মিস করে ভারতীয় দলের মোমেন্টামকে নষ্ট করে দেন ঋষভ পন্থ।

Rishabh Pant | newsfront.co

ইনিংসের ২১ নম্বর ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে উইল পুকোভস্কির ক্যাচ মিস করেন ঋষভ পন্থ। ওভারের শেষ বলে পুকোভস্কির দিকে গুড লেংথে বাইরের দিকে বল রাখেন অশ্বিন। পুকোভস্কি টার্নের উদ্দেশ্যে বলটিকে খেলতে যান, কিন্তু বলটি সোজা হয়ে বাইরে কিনারা লাগে।

Wriddhiman Saha | newsfront.co

কিন্তু সেই ক্যাচ ধরতে অক্ষম হয় ঋষভ। আর সেই ক্যাচ মিস হতে দেখে বেশ বিরক্ত প্রকাশ করেন তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এখানেই শেষ নয় এরপর ২৪ নম্বর ওভারে আবারও উইল পুকোভস্কির একদম সোজা ক্যাচ মিস করেন যা ভারতকে ম্যাচ থেকে বের করে দেয়।

আরও পড়ুনঃ ১১ ফেব্রুয়ারি হতে পারে আইপিএল নিলাম

পন্থ যেভাবে একের পর এক ক্যাচ মিস করলেন তাতে ঋদ্ধি মান সাহার অভাব মিস করা স্বাভাবিক পাপালি সুপারম্যান ঋদ্ধি থাকলে এই হয়তো এই গুলো এড়িয়ে যাওয়া যেত ভারত ম্যাচে থাকতো ফের প্রমান হল টেস্ট ক্রিকেটে একজন ভালো কিপার কতটা জরুরি আর এখনও পন্থ তৈরি নয় টেস্ট ক্রিকেটের দায়িত্ব নেওয়ার জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here