অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
নিজেকে প্রমান করলেন তিনি। চতুর্থ টেস্টে ভারতকে জিতিয়ে বৃহস্পতিবার দেশে ফিরলেন ভারতের উইকেট কিপার ঋষভ পন্থ। তার সঙ্গে ম্যাচ ফিনিশ করার পরে ইতিমধ্যে মহেন্দ্র সিং ধোনির তুলনা শুরু হয়ে গিয়েছে।
নিজের শহর দিল্লিতে এসে সেই বিষয়ে পন্থ জানান, ‘‘মাহির সঙ্গে তুলনা হলে ভালো লাগে। তবে আমাকে কারোর সঙ্গে তুলনা করা হোক সেটা চাই না। ও একজন তারকা অনেক কিছু করেছে সেখানে আমি সদ্য শুরু করলাম। ভারতীয় ক্রিকেটে আমি নিজের নাম তৈরি করতে চাই। আর সেখানে নিজের ধৈর্য্য চুতি হোক সেটা আমি চাইছি না।’’
আরও পড়ুনঃ ইংল্যান্ড সিরিজ পঞ্চাশ শতাংশ দর্শক ঢোকানোর অনুমতি দিতে পারে বোর্ড
সিডনি টেস্টে ভারতকে বাঁচায় পন্থের ৯৭ রানের ইনিংস। চতুর্থ টেস্টের ৮৯ রানের ইনিংস ভারতকে ৩২৮ রানের বিশাল অঙ্ক তাড়া করে জেতাতে সাহায্য করে।
আইসিসি রাঙ্কিং ও উন্নতি হয় সেই বিষয়ে পন্থ বলেন, ‘‘আমি র্যাঙ্কিয়ের ব্যাপারে জানতাম না। আমার কাজ শুধু ভারতের হয়ে ম্যাচ জেতানো। সেটা করতে পেরে আমি খুশি। এবার ইংল্যান্ড সিরিজে মন দিতে চাই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584