ওয়েবডেস্কঃসিবিআই ডিরেক্টর পদে অধিষ্ঠিত হলেন মধ্যপ্রদেশের প্রাক্তন ডিজি ঋষিকুমার শুক্লা।
তিন সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন সিলেক্ট কমিটির দ্বারা সিবিআই ডিরেক্টর পদে অধিষ্ঠিত হলেন মধ্যপ্রদেশের এই প্রাক্তন ডিজি ঋষিকুমার শুক্লা। সিলেক্ট কমিটিতে ছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিরোধী নেতা হিসাবে কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে । ৩০ জন পদস্থ আধিকারিকের মধ্যে ঋষিকুমার শুক্লাকে বেছে নেন সিলেক্ট কমিটি ।
পূর্বে সিলেক্ট কমিটিতে থাকা তিনজন সদস্যের মধ্যে দুজন সদস্যের সমর্থনে প্রাক্তন সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে অপসারণ করা হলে দেশজুড়ে বিতর্কের ঝড় বয়ে যায় । মূলত দুই সিবিআই আধিকারিক রাকেশ আস্তানা ও অলোক বর্মার ঠান্ডা লড়াইকে কেন্দ্র করে যে ঝামেলার সূত্রপাত হয় তার জল গড়ায় অলোক বর্মার অপসারণ পর্যন্ত।
নবনিযুক্ত সিবিআই অধিকর্তা ঋষিকুমার শুক্লা ১৯৮৩ ব্যাচের আইপিএস অফিসার। শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র সরকার আগামী দুই বছরের জন্য সিবিআই ডিরেক্টর পদে শুক্লার এই নিয়োগের কথা ঘোষণা করে।
Congress leader Mallikarjun Kharge in a dissent note to the Prime Minister expressed his objection over the appointment of IPS officer Rishi Kumar Shukla as the new CBI Director citing the officer's lack of experience in anti-corruption investigations. (File pic) pic.twitter.com/B8XcEfbSqc
— ANI (@ANI) February 2, 2019
তবে সিলেক্ট কমিটির অন্যতম সদস্য কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে ঋষিকুমার শুক্লার অনভিজ্ঞতার অভিযোগ তুলে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন।
(ছবি সৌজন্যে-https://twitter.com/businessline/status/1091697766567424001?s=19)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584