গায়ত্রী মন্ত্রে করোনা নিরাময়! গবেষণায় ঋষিকেশ এইমস

0
81

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

শুধু গায়ত্রী মন্ত্র নয়, ধর্মীয় স্তবপাঠ, যোগা, প্রাণায়ম, এগুলিতে করোনা সরানো যায় কিনা তার গবেষণা করবে ঋষিকেশ এইমস।উল্লেখযোগ্য বিষয় হল, এই গবেষণায় আর্থিক সহায়তা দিচ্ছে ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি।

aiioms | newsfront.co
ফাইল চিত্র

এই গবেষণার ক্লিনিক্যাল ট্রায়ালের দায়িত্বে রয়েছে আইসিএমআর। ট্রায়ালের জন্য এইমস ২০জন কম উপসর্গ সহ করোনা রোগীকে চিহ্নিত করছে, তাঁদের ১০ জন করে দুটি দলে ভাগ করা হবে। একদলকে করোনার নির্দিষ্ট চিকিৎসা দেওয়া হবে, আরেক দলকে চিকিৎসার পাশাপাশি গায়ত্রী মন্ত্র শোনানো হবে, করানো হবে বিভিন্ন ধরনের প্রাণায়ম। ১৪দিন ধরে চলবে এই ‘চিকিৎসা’।

আরও পড়ুনঃ সংবাদকর্মীদের জন্য অন্যতম বিপজ্জনক দেশ ভারত! আরএসএফ রিপোর্ট

এইমসের পালমনোলজিস্ট ও অধ্যাপক ডাক্তার রুচি দুয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, তিনি গবেষণার জন্য আবেদন জানিয়েছিলেন এবং তিন লক্ষ টাকার ফান্ডও পেয়েছেন। এই প্রজেক্টে একই সঙ্গে কাজ করছেন একজন পোস্ট ডক্টরেট যোগা বিশারদ। করোনার চিকিৎসার পাশাপাশি যোগা, আয়ুর্বেদ এই বিষয়গুলির ভূমিকা অনস্বীকার্য বলে মনে করছেন তিনি। এবং সেই বিষয়টিই গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠা করতে চান অধ্যাপক দুয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here