নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সম্পন্ন ‘ইন্ডিপেনডেন্ট ফিল্ম সোসাইটি’ দ্বারা আয়োজিত ‘ক্যালকাটা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’। চলতি বছর এই উৎসব অনুষ্ঠিত হয় ভার্চুয়ালে। ১৮ থেকে ২০ ডিসেম্বর অবধি চলে এই উৎসব।
সারা পৃথিবী জুড়ে ৯৬ টি ছবি মনোনীত হয় এই উৎসবে। এর মধ্যে ২১ টি ভারত থেকে। তার মধ্যে ৯ টি বাংলা থেকে। পুরস্কার বিতরণের জন্য চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয় ছবিগুলিকে। শর্ট ফিকশন, শর্ট অ্যানিমেশনস, এক্সপেরিমেন্টাল শর্টস। নির্বাচিত প্রত্যেকটি ছবি দেখানো হয় অনলাইনে।
এই সব ক্যাটাগরি ছাড়াও প্রতি বছরের মতো এবারও একটি বিশেষ পুরস্কার বরাদ্দ ছিল ভারতের বুকে তৈরি হওয়া মন মাতানো ছবির জন্য। এ বছর তা উৎসর্গ করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। পুরস্কারটি পান ঋত্বিক চক্রবর্তী।
আরও পড়ুনঃ ‘অভিযাত্রিক’-এর জোড়া প্রাপ্তি
‘ফ্যাটফিশ এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত এবং কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত শর্ট ফিল্ম ‘দ্য হাঙ্গার আর্টিস্ট’-এ সেরা অভিনয়ের জন্য পুরস্কারটি পান ঋত্বিক চক্রবর্তী। ছবিটি এর আগেও বহু পুরস্কার ঝুলিতে ভরেছে। এই ছবিটিও দেখানো হয় এই উৎসবে।
ঋত্বিক জানান- “এই পুরস্কারটা আমার কাছে খুব স্পেশাল। আমি সৌমিত্রনুরাগী। তাঁর নামের সঙ্গে জড়িয়ে থাকা পুরস্কারে আমি ধন্য। একইসঙ্গে আমি ‘ফ্যাট ফিশ এন্টারটেইনমেন্ট এবং কমলেশ্বর মুখোপাধ্যায়কেও ধন্যবাদ জানাই আমাকে ছবিটিতে অভিনয় করতে দেওয়ার জন্য।
ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল বছরের পর বছর ধরে অনুষ্ঠিত হোক, এই কামনাই করি। ভাল সিনেমাকে সম্মানিত করার জন্য এটি একটি আদর্শ মাধ্যম।”
আরও পড়ুনঃ নওয়াজের প্রাপ্তি
সৌমিত্রকন্যা পৌলমী বসু ঋত্বিককে অভিনন্দন জানিয়ে বলেন- “আমার বাবা ছিলেন যে কোনও ধরনের ছবির সমর্থক। ছবি নির্মাতাদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাতেন আমার বাবা। বাবা শর্ট ফিল্মের অনুরাগী ছিলেন। এই ফেস্টিভ্যালে বাবার নামে পুরস্কার বরাদ্দ হওয়ায় আমি খুব খুশি। আমি এই উৎসবের উত্তরণ কামনা করি। সদর্পে প্রতিবছর আয়োজিত হোক এই ফেস্টিভ্যাল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584