নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ভুতনিতে গঙ্গা নদী সংলগ্ন এলাকায় ফের ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে এই ভাঙন চলছে। ভুতনি থানার হিরানন্দপুর অঞ্চলের নন্দীটোলা এলাকার বাঁধ সংলগ্ন এলাকাজুড়ে ব্যাপক হারে ভাঙন হওয়ায় কয়েকশো মিটার চাষের জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। ইতিমধ্যে ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে ভুতনি বাসী।
জরুরী পর্যায়ে ভাঙনরোধে কাজ করার আশ্বাস দিয়েছে মালদহ জেলা প্রশাসন। গত কয়েক সপ্তাহ পূর্বে ভুতনির টেনুটোলা এলাকায় ভাঙন রোধের কাজ চলাকালীন ব্যাপক ভাঙনের ঘটনা ঘটেছিল। তেনুটোলা থেকে কিছুটা দূরে ফের ভাঙনের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ভুতনি চরবাসীর মধ্যে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন ধরেই ধাপে ধাপে ভাঙন চলছে নন্দীটোলা এলাকায়।
আরও পড়ুনঃ লকডাউনে হেনস্থা, দুধের প্যাকেট রাস্তায় ফেলে ক্ষোভ প্রকাশ বিক্রেতার
ইতিমধ্যেই নদীগর্ভে কয়েকশো মিটার চাষের জমি তলিয়ে গেছে। এইভাবে চলতে থাকলে যেকোনো সময়ে বাঁধও নদীগর্ভে চলে গিয়ে বন্যা হবে বলে অনুমান করছেন স্থানীয়রা। অবিলম্বে সঠিকভাবে ভাঙন রোধের কাজের দাবি তুলেছেন তারা। মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল এই বিষয়ে জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জেলা সেচদপ্তর ভাঙন রোধের কাজ চলছে ভুতনির তেনুটোলায়।
কিন্তু নন্দীটোলায় ফের ভাঙন শুরু হয়েছে। নন্দীটোলার অসংরক্ষিত এলাকায় কিছু কিছু চাষের জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। সেখানেও জরুরী পর্যায়ে কাজ করার ব্যবস্থা করা হচ্ছে সেচ দপ্তরের থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584