নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
ফের ভয়াবহ আকার ধারণ করেছে গঙ্গার ভাঙন। এবার সামশেরগঞ্জের ধুসরীপাড়া গ্রামে গঙ্গাগর্ভে তলিয়ে গেলো প্রায় ৫০ টি বাড়ি। তলিয়ে গেলো তিনশো বছরের ঐতিহ্যবাহী পদ্মা ও শিব মন্দির। শুক্রবার সন্ধ্যার পর থেকে গঙ্গার ভাঙনের আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন প্রায় দুই শতাধিক পরিবার। যে কোনো মূহুর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে চলেছে একটি প্রাথমিক বিদ্যালয়ও।
হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে । একের পর এক গ্রাম নদীগর্ভে তলিয়ে যাওয়ায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জ ব্লকজুড়ে। আজ ভোররাত ৩ টে থেকে ভাঙন শুরু হয়েছে। শতাধিক পরিবার বাড়িঘর ভেঙে নেওয়ার কাজ শুরু করেছে। ২০-২৫টি বাড়ির লোকেরা সবকিছু ফেলে রেখে শুধুমাত্র নিজেদের জীবনটা নিয়ে ঘর থেকে বের হয়ে আসে ৷
আরও পড়ুনঃ অকালেই প্রয়াত সংগীতশিল্পী অনুরাধা পৌড়ওয়ালের ছেলে
এই ভয়াবহ পরিস্থিতিতে সব কিছু হারিয়ে দিশেহারা গ্রামের লোকজন। যদিও গ্রামবাসীদের এই অসহায় অবস্থায় প্রশাসনের তরফ থেকে কারও দেখা মেলেনি,তাই আর ও বেশী দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে এই সদ্য ভিটেমাটি হারা পরিবার গুলো ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584