ভারত-বাংলাদেশ সীমান্তে প্রকৃতির সঙ্গে নিবিড় বন্ধনের লক্ষ্যে রিভার সাফারির সূচনা

0
73

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

প্রথমবারের জন‍্য ভারতবর্ষ ও বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী আত্রেয়ীতে দুই রাত্রি তিন দিনের অভিনব রিভার সাফারির আয়োজন করলো ইনোভেটিভ গ্রীণ আইডিয়াজ অ‍্যান্ড লাইনস্। সহযোগী আয়োজক পতিরাম নাগরিক ও যুবসমাজ, কুমারগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও সমিতি এবং ইছামতি বাঁচাও আন্দোলন সমিতি।

River Safari | newsfront.co
রিভার সাফারি ৷ নিজস্ব চিত্র

সীমান্ত থেকে সীমান্ত যাত্রাপথে দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান নদী আত্রেয়ীর বর্তমান হাল সরেজমিনে দেখতেই এই রিভার সাফারি উদ্যোগ ।যেখানে অংশ নিলেন তুহিন শুভ্র মন্ডল,তুষার কান্তি দত্ত, প্রীতম সরকার, নীলোৎপল সরকার, বিশ্বজিত প্রামাণিক,মকশেদ আহমেদ, জুলিয়াস হাসান চৌধুরী প্রমুখ।

আত্রেয়ী সদরঘাট থেকে ঐতিহ্যমন্ডিত নদী দেবীপুরাণে উল্লিখিত আত্রেয়ীর মহাস্নান মন্ত্র উচ্চারণ করে “রিভার সাফারি-জলপথে আত্রেয়ী”-র সূচনা হয়।একদম প্রথমে পরিবেশ প্রেমী সংস্থা দিশারী সংকল্পের পক্ষে অমল বসু, সনাতন প্রামণিক মনোজিত দেব, সঞ্জয় রায় প্রমুখরা শুভেচ্ছা স্বরূপ মেহগনি গাছের চারা তুলে দেন যা রোপন করা হয় নদী পার্শ্বে।

আরও পড়ুনঃ দেশে ৬০ শতাংশ চিতা বাঘের সংখ্যাবৃদ্ধি

নদীপথের একধারেই নৌকা থামিয়ে হবে নদী- প্রকৃতির পাঠ। চলবে আত্রেয়ী নদীর বিস্তারিত সমীক্ষা।নদী ভাঙন, নদীর চর, নদীর বাঁকবদল, নদী দূষণ, নদীতে জলের পরিমাণ পর্যবেক্ষণ, গভীরতা হ্রাসের পরিস্থিতি সরেজমিনে দেখাও চলবে।ওরই ফাঁকে চলবে দুপুরের রান্না-খাওয়া। তারপর আবার নৌকা ছুটবে নদীর পানে। প্রথম রাতে গোপালগঞ্জ দ্বিতীয় রাতে পতিরাম থেকে তৃতীয় দিন আবার ফিরে আসা বালুরঘাটে।

আরও পড়ুনঃ বহরমপুরে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

এই যাত্রাপথে আলোচনায় থাকবে আত্রেয়ীর ঐতিহ্য, অতীত আর ভবিষ্যতের কথাও।থাকবে আত্রেয়ী নদী সংলগ্ন কুমারগঞ্জ ফরেস্টে ছাত্র-ছাত্রীদের জন‍্য নদী- প্রকৃতির পাঠও।

ইনোভেটিভ গ্রীণ আইডিয়াজ অ‍্যান্ড লাইনস্- এর পক্ষে কো-অর্ডিনেটর পরিবেশ কর্মী তুহিন শুভ্র মন্ডল জানান – “আমাদের টিমের প্রত‍্যেক সদস‍্যের আলাদা আলাদা দায়িত্ব আছে। আত্রেয়ী নদীতে এই ধরণের রিভার সাফারির আয়োজন সম্ভবত প্রথম।আমরা আত্রেয়ী নদী সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু দাবিও তুলছি। পুরো কাজ ডকুমেন্টশেন করবো আমরা। পরবর্তীতে তা জেলা প্রশাসন,রাজ‍্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেবার কথা ভাবছি। আমরা চাই আত্রেয়ী নদীর খনন,আন্তর্জাতিক জলপথ হিসাবে এই নদীর ব‍্যবহার এবং আত্রেয়ী নদীর সামগ্রিক সংরক্ষণ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here