নদী হয়ে গেছে চাষের জমি

0
73

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

Rivers have been cultivated land
নিজস্ব চিত্র

পরিবেশ দূষণের সাথে দক্ষিণ দিনাজপুর জেলার নদীগুলি মৃত প্রায় হতে বসেছে। বর্তমানে নদীর পারে মনের সুখে চাষ আবাদ করছে এলাকাবাসী।বাংলাদেশ থেকে বেরিয়ে কুমারগঞ্জ ব্লকের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে ইচ্ছামতী নদীটি।এখানে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে মিশেছে আত্রেয়ীর সঙ্গে।কুমারগঞ্জের জাখিরপুর থেকে পতিরাম পর্যন্ত এই নদীরগতি পথ ১৮ কিলোমিটার।এই গতিপথে বেশীরভাগ জায়গাতেই নাব্যতা হারিয়ে ফেলে নালার আকার নিয়েছে এই নদীটি।তবে সবচেয়ে দুরাবস্থা জাখিরপুর গ্রাম পঞ্চায়েতের সর্দারহাট এলাকায়।সেখানে সম্পূর্নভাবে অস্তিত্ব হারিয়েছে ইচ্ছামতী।নদীবক্ষ শুকিয়ে একটি মাঠে পরিণত  হয়েছে বেশ কিছু বছর আগে।সেখানেই স্থানীয় কেউ কেউ চারাবীজ ও সরিষা চাষ করছেন।এলাকার কৃষির পাশাপাশি নদী নির্ভর জীবিকা বাঁচাতে নদী সংস্কারের দাবী করছেন পরিবেশ কর্মী থেকে স্থানীয় বাসিন্দারা।ইতিমধ্যে ওই এলাকার মানুষদের পাশে নিয়ে নদী বাঁচাতে সভা শুরু করেছে পরিবেশপ্রেমী সংস্থা আঙিনা বার্ডস এন্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতি।

Rivers have been cultivated land
চলছে চাষাবাদ।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ধাক্কার প্রতিবাদ করায় প্রতিবাদীর নাক ফাটালো টোটচালক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here