মনিরুল হক, কোচবিহারঃ
দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর লাগোয়া হরিণ চওড়া রানার ক্লাবের সামনে। যদিও ওই ঘটনায় কোন হতাহতের হয়নি বলে জানা গিয়েছে। ওই ঘটনার জেরে দিনহাটা- কোচবিহার মেইন রোডে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে যানজট নিয়ন্ত্রনে আনে। পরে ঘাতক ট্রাক দুটিকে কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, এদিন ঘুঘুমারির থেকে একটা ফাঁকা ট্রাক কোচবিহারের দিকে আসছিল। সেই সময় কোচবিহার থেকে একটি মাল বোঝাই ট্রাক ঘুঘুমারির দিকে যাচ্ছিল। সেই সময় দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। যদিও দুটি গাড়িতে থাকা চালকদের কোন বড় রকমের কোন ক্ষতি হয় নি, সামান্য আঘাত লাগে। পরে স্থানীয়রা ছুটে আসেন।ওই ঘটনায় যান চলাচল ব্যহত হয়। পুলিশ এসে পুর ঘটনা নিয়ন্ত্রন করে ঘাতক ট্রাক দুটিকে থানায় নিয়ে যায়।
আরও পড়ুনঃ কোলাঘাটে ৬ জন করোনা আক্রান্ত
স্থানীয় মানুষের অনুমান, দুই ট্রাক চালকের মধ্যে কারও হয়তো বা ঘুম পেয়ে সেই কারনে এই দুর্ঘটনা। যেহেতু হরিণ চওড়ার এসে গাড়ি গুলো কোচবিহারের দিকে মোড় নেওয়ার সময় ধীর গতিতে চালায়। তা না হলে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারতো। ওই দুই ট্রাক চালকের ভাগ্য ভাল ছিল তাই তারা এবারের মত রেহাই পেল বলে মনে করছে স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584