পিয়ালী দাস, বীরভূমঃ
অটো-লরির মুখোমুখি সংঘর্ষ। লরির তলায় ঢুকে সম্পূর্ন পিষে যায় অটোটি, ছ’জনের মৃত্যু হয় এই ঘটনায়। একজন পাঞ্জা লড়ছেন মৃত্যুর সাথে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরের পেট্রোল পাম্পের সামনে ৬০ নং জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় একটি হ্যাচারি লরির সাথে অটোর মুখোমুখি সংঘর্ষ হয় মল্লারপুরের ৬০ নং জাতীয় সড়কের উপরে। দূর্ঘটনাগ্রস্ত অটোটি মল্লারপুর থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল। ভয়াবহ এই দূর্ঘটনার জেরে অটোটি দুমড়ে মুচড়ে যায়। লরির তলায় পড়ে অটোটি কার্যত পিষে যায়। জানা গেছে অটোটিতে ছিলেন চালক সহ সাতজন। তারমধ্যে ছ’জনেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। অপর এক মহিলা গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মৃতেরা হলেন অটো চালক সঞ্জয় মণ্ডল(৩০)। তাঁর বাড়ি রামপুরহাটের কসাইপাড়া এলাকায়। কসাইপাড়াই আরও এক যুবক গোবিন হাজরার (২২) মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। মৃতদের মধ্যে রয়েছেন পার্থ লেট(৩৭)। তার বাড়ি রামপুরহাট থানার খরুন গ্রামে। অটোয় থাকা পার্থ লেটের স্ত্রী নাম রেনুকা লেট আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
রামপুরহাট থানার হরিওকা গ্রামের বিপদ তারণ মণ্ডল (৬০) মৃত্যু হয়েছে দূর্ঘটনায়। মৃত পার্থ লেটের ভাই রাজু লেট জানিয়েছেন, তাঁর দাদা ও বৌদি এদিন সন্ধ্যাবেলায় মল্লারপুরে তার দোকানে এসেছিলেন, কথাবার্তা বলে অটো ধরে খরুন গ্রামের নিজেদের বাড়ি ফেরার পথেই ঘটে এই দূর্ঘটনা। এছাড়াও মৃতদের মধ্যে রয়েছেন রামপুরহাট থানারই চাকপাড়া গ্রামের রঞ্জিত লেট (২৪)। অপর এক মৃতের পরিচয় এখনও জানা যায় নি।
দূর্ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ দূর্ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে।দূর্ঘটনার ফলে জাতীয় সড়কে যানজট শুরু হয়, পুলিশ সূএে শেষ খবর পাওয়া অবধি মৃতদেহ গুলো অটো ভেতরে দলা পাকিয়ে গেছে, তাই মৃতদেহ গুলো উদ্ধার করতে বেশ খানিকটা সময় লেগেছে। পরে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।ঘাতক লরি টি কে পুলিশ আটক করেছে।
আরও পড়ুনঃ রেল ও সড়ক অবরোধ ভারত জাকাত মাঝি পারগানা মহলের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584