নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
যাত্রীবাহী বাসের সাথে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই ব্যক্তির। আহত হয়েছেন আরো প্রায় তেরো জন। ঘটনাটি ঘটেছে পঃ মেদিনীপুরের দাসপুরের কলোড়ায় ঘাটাল পাশকুঁড়া রাজ্য সড়কের ওপর।
জানা গেছে, আজ সকালে ঘাটালগামী একটি বাসের সাথে পাঁশকুড়াগামী একটি পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রাজ্য সরকের দুপাশে বাজার থাকায় এমনিতেই ওই জায়গাতে একটি ভিড় বেশী ছিল। দুর্ঘটনাইয় আহত হন ১৫জন বাসযাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসপুর থানার পুলিশ।
স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মৃত্যু হয় একজনের। আরো একজনের অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তর করার তোড়জোড় করা হয়। কলকাতায় যাওয়ার পথেই মৃত্যু হয় ও বাসযাত্রীর। সাথে আহত হন আরো ১৩জন যাত্রী।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584