ট্রান্সফরমার বিকল হয়ে বিদ্যুৎহীন গ্রাম,প্রতিবাদে রাস্তা অবরোধ

0
54

মনিরুল হক,কোচবিহারঃ

road block for changing electric transfer
অবরোধের ফলে বিপর্যস্ত যান চলাচল। নিজস্ব চিত্র

দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। সোমবার ঘটনাটি ঘটেছে দিনহাটার ১ নং ব্লকের বড় আটিয়াবাড়ী ২নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গিতালদহ রোডের হ্যামিল্টন বাজারে ওই পথ অবরোধ করেন ও বিক্ষোভ শুরু হয়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

road block for changing electric transfer
নিজস্ব চিত্র

পাশাপাশি বিদ্যুৎ দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সাথে আলোচনা শুরু করেন, এবং তাদের দাবি মেনে নিয়ে আজকের মধ্যে ওই এলাকায় বিদ্যুৎসংযোগের ব্যবস্থার আশ্বাস দেন।ফলে দীর্ঘ ১ ঘন্টার বেশি ওই পথ অবরোধের চলার পর আন্দোলনকারীরা ওই পথ অবরোধ তুলে নেন। ওই ঘটনায় যানজটের সৃষ্টি হয়।পরে পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়ে যায়।

আরও পড়ুনঃ আটচল্লিশ ঘন্টা বিদ্যুৎহীন, ক্ষুব্ধ বাসিন্দাদের পথ অবরোধ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় এক মাস থেকে ওই এলাকার একটি ট্রান্সফর্মার বিকল হওয়ায় চড়ম দুর্ভোগ পোহাতে হয়েছে তাঁদের। ওই বিকল ট্রান্সফর্মার মেরামতির জন্য একাধিক বার বিদ্যুৎ দফতরের সাথে কথা বলার পরেও কোনও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই পথ অবরোধে সামিল হয় স্থানীয় মানুষ।

স্থানীয় বাসিন্দা বাপ্পা রায় বলেন, ‘আমরা বারবার বিদ্যুৎ দফতরের আবেদন নিবেদন করলেও কাজের কাজ কিছুই হয়নি,গোটা গ্রাম দীর্ঘ দিন থেকে বিদ্যুৎ না থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে এলাকার মানুষকে। ছাত্র ছাত্রীদের ব্যাঘাত ঘটছে লেখাপড়ায়,সন্ধ্যার পরেই স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে গোটা এলাকায়,রমজান মাসের এই সময় কষ্টকর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকায়।

একই সাথে জল সেচের অভাব দেখা দিয়েছে কৃষিক্ষেত্র,টোটো চালকরা তাদের গাড়ি চার্জ দিতে পারছেন না।সব মিলিয়ে এক দুর্বিসহ অবস্থার সৃষ্টি হয়েছে গ্রামে।’ সমস্যার সমাধানের জন্যই এই অবরোধে নামেন গ্রামবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here