নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার শিমুলিয়া গ্রামের পঞ্চায়েত ১০০ দিনের কাজে বিভিন্ন দূর্নীতি করছে বলে অভিযোগ বিজেপির।
স্থানীয়দের অভিযোগ যে তারা বিজেপি করার অপরাধে তাদের ১০০ দিনের কাজ নেওয়া হয়নি এবং শনিবার গভীর রাতে জেসিপি গাড়ি দিয়ে ওই ১০০ দিনের কাজের পুকুর খনন করা হয়। তা জানতে ওই স্থানে গেলে তৃণমূল লোকজন বোমা মারার হুমকি দিলে ভয়ে ওই স্থান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় বলে অভিযোগ বিজেপির।
আরও পড়ুন: ইছামতী সংস্কারের দাবিতে দত্তপুলিয়ায় পথ অবরোধ
বিজেপির অভিযোগ যে শিমুলিয়া গ্রাম পঞ্চায়েত বিজেপি গ্রাম সদস্য সরস্বতী সিং বারেবারে তৃণমূলের এক প্রধান শাশ্বতী দে কে লিখিত অভিযোগ জানায় তাতে কোনো সুরাহা না হওয়ায় ভগবানপুর বিডিও ও ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও কোন উত্তর না পেয়ে আজ ভগবানপুর থানার লিখিত অভিযোগ দায়ের করার পরেও কোন সদুত্তর না পাওয়ায় আজ বাজকুল বাজারের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
তবে তৃণমূলের উপপ্রধান দিব্যেন্দু মাইতি জানান প্রদীপ সিং এর পুকুর খননের কাজ ১০০ দিনের কাজ প্রায় দু’মাস আগে হয়ে গিয়েছে।
তার জমিনে ব্যক্তিগতভাবে ফিশারি করার জন্য লেবার দিয়ে মাঠে কাজ শুরু করে এর সাথে দূর্নীতি বা ১০০ দিনের কাজের কোন সম্পর্ক নেই।বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার জন্য এমন অভিযোগ আনছে বলে অভিযোগ উপ-প্রধানের।এলাকায় উত্তেজনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584