শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

কাঁচা রাস্তা পাকা ও ভাঙ্গা ব্রীজ সংস্কারের দাবিতে পথ অবরোধ খুদে পড়ুয়াদের।বংশীহারি থানার জামার এলাকার বংশীহারি-মহিপাল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্কুল পড়ুয়া ও গ্রামবাসীরা।
কয়েক ঘন্টা ধরে অবরোধ চলছে। ঘটনা স্থলে বংশীহারি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে,বংশিহারি ব্লকের ৩ নং এলাহাবাদ জি,পির হেতমপাড়া থেকে কালিকামোড়া ব্রিজের অবস্থা ভগ্নদশা।দীর্ঘদিন দাবি করলেও সংস্কার হয়নি।এছাড়াও বর্ষাকালে কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
আরও পড়ুনঃ বেহাল জাতীয় সড়ক সারাইয়ের দাবিতে পথ অবরোধ ডিওয়াইএফআইয়ের

প্রশাসনকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় মঙ্গলবার গ্রামবাসী ও স্কুল পড়ুয়ারা পথ অবরোধ করে।মোকরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা চলাচল করে এই পথ ধরেই।
যে কোন সময় ঘটে যেতে পারে কোন দুর্ঘটনা।এই কাচা রাস্তা ও ব্রিজ সংস্কারের দাবিতে এদিন পথ অবরোধ করা হয়।ঘটনাস্থলে বংশীহারি
থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584