বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শুক্রবার শিলিগুড়ির বাগডোগরা থানার অন্তর্গত রানিডাঙ্গায় ফাঁসিদেওয়া রাঙাপানির রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা।
জানা গিয়েছে যে,রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ চলছে দীর্ঘ কয়েক মাস ধরে।কিন্তু রাস্তায় কোন বিপদজনক নির্দেশের বোর্ড না থাকায় ঘটছে দুর্ঘটনা।এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে।যদিও এই বিষয়ে প্রশাসনকে বহুবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন।
আরও পড়ুনঃ স্কুল ছুটির প্রতিবাদে এডিএসও-র পথ অবরোধ
এরপরেই প্রতিবাদে এদিন স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ। যদিও স্থানীয়দের দাবি যতক্ষণ পর্যন্ত রাস্তায় বিপদজনক সংকেত বোর্ড লাগানো ও রাস্তায় উপর ফেলে রাখা রাস্তার কাজে ব্যবহৃত সামগ্রী সরিয়ে নেওয়া হবে ততক্ষণ অবরোধ চলবে। ঘন্টাখানেক অবরোধের ফলে ব্যপক যানজটের সৃষ্টি হয়। এবং পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয়।
এরপর পুলিশের তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে। তবে স্থানীয়দের বক্তব্য যে, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরবর্তীতে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584