শিশু মৃত্যুকে ঘিরে উত্তপ্ত বজবজ ট্রাঙ্ক রোড

0
78

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

শিশু মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বজবজ ট্রাঙ্ক রোড। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবারের লোকজন।

Child death | newsfront.co
নিজস্ব চিত্র

পরিবার সূত্রে জানা যাচ্ছে যে আজ সকালে বছর দেড়েকের শেখ ফারুকের পোলিও খাওয়ানোর দিন ছিল। তাই তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

Agitated people | newsfront.co
নিজস্ব চিত্র

স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা নাকি তাকে তিনটি ইনজেকশন দেয় তারপর থেকেই অসুস্থ হতে থাকে শেখ ফারুক, আসে জ্বর। পরিবারের লোকজন তাকে বজবজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর মৃত শেখ ফারুকের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে ও এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ জমি জটে বন্ধ হল জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত রাস্তার কাজ

এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে গিয়ে বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে আসে বজবজ থানার পুলিশ এবং পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। মৃত শেখ ফারুকের বাবা শেখ রাজু জুট মিলের শ্রমিক। ফারুক তার একটি মাত্র সন্তান বলে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here