কালবনির জঙ্গলে কালভার্টের দাবিতে রাজ্য সড়ক অবরোধ

0
200

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

কংসাবতী ক্যানালের উপর ভগ্নপ্রায় জরাজীর্ণ কালভার্ট নতুন ভাবে তৈরির দাবিতে সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে ঝাড়গ্রাম শহর ঢোকার মুখে কালবনির জঙ্গলের মাঝে পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। কালভার্ট সারাইয়ের দাবিতে আগেও পথ অবরোধ করেছিল গ্রামবাসীরা।

Road Block | newsfront.co
পথ অবরোধ ৷ নিজস্ব চিত্র

গ্রামবাসীদের কালবনি থেকে নেদাবহড়া হয়ে অগুইবনি যাওয়ার প্রায় ১৩ কিলোমিটার রাস্তার দুই পাশে রয়েছে জঙ্গল ঘেরা বহুগ্রাম। রাস্তাটি প্রধান মন্ত্রী সড়ক যোজনার আওয়তায় পিচ রাস্তা হয়েছে। কিন্তু রাস্তার উপর কংসাবতী ক্যানালের কালভার্ট গুলি সেই ভগ্নপ্রায় অবস্থাতেই রয়েছে ।

Police chaos | newsfront.co
ঘটনাস্থলে পুলিশ ৷ নিজস্ব চিত্র

ফলস্বরূপ ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের। তাই রাস্তা সারাইয়ের দাবিতে দিন কয়েক আগে পথ অবরোধ করেছিল কলাবনি, নেদাবহড়া , বিড়িহাঁড়ি সহ প্রায় পনেরো ,কুড়িটি গ্রামের বাসিন্দা ।

Traffic jam | newsfront.co
যানজট ৷ নিজস্ব চিত্র

গ্রামবাসীরা আরও অভিযোগ করে বলেন, গতকাল ঝাড়গ্রামের এসডিপিও স্যারের কথায় পথ অবরোধ তুলে নিয়ে ছিলাম। কিন্তু কোন লাভ হয়নি। তাই আমরা বাধ্য হয়েই পুনরায় পথ অবরোধ করেছি।

আরও পড়ুনঃ দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে জলঙ্গিতে জাঠা মিছিল

পথ অবরোধের ফলে ঝাড়গ্রাম বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়ক কলাবনির কাছে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি আটকে রয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ঝাড়গ্রাম থানার পুলিশ ও আইসি পলাশ চট্টোপাধ্যায়।

পথ অবরোধকারী অনিল মাহাতো বলেন , যতক্ষণ না পর্যন্ত কালভার্ট সারাই হচ্ছে ততক্ষণ পথ অবরোধ চলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here