নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বিদ্যুতিক ট্রান্সফরমার মেরামতির দাবিতে পথ অবরোধ সামিল হলেন গ্রামের মহিলার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের বারবিশায়।গ্রামের মহিলাদের অভিযোগ, সপ্তাহ খানেক ধরে তাদের গ্রামের ট্রান্সফরমারটি বিকল হয়ে রয়েছে।বারবার বিদ্যুৎ বিভাগকে জানিয়েও কাজ হয়নি। এদিন সকালে বারবিশার লালস্কুল এলাকায় কুমারগ্রাম-জোড়াই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বারবিশার বর্মনপাড়ার মহিলারা। জানা গিয়েছে,ওই গ্রামে প্রায় ৪৫ টি পরিবারের বসবাস।গ্রামবাসীরা জানান,বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে নাজেহাল হতে হচ্ছে তাদের।
এছাড়া গ্রামের পড়ুয়ারাও দুর্ভোগে পড়ছে।অবিলম্বে বিকল ট্রান্সফরমার মেরামতের দাবি জানান গ্রামবাসীরা।পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুমারগ্রাম থানার বারবিশা পুলিশ ফাঁড়ির ওসি টি এন লামা।ওসি গ্রামের মহিলাদের সাথে আলোচনা করে পথ অবরোধ তুলে দেন।এ বিষয়ে কুমারগ্রাম থানার বারবিশা পুলিশ ফাঁড়িও ওসি টি এন লামা জানান, অবরোধকারীদের সাথে আলোচনা করে অবরোধ তুলে দেওয়া হয়েছে।ট্রান্সফরমার মেরামতির জন্য বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584