নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রাস্তার এক প্রান্তের বেশিরভাগ জায়গা ধসে যাওয়ায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে ফরাক্কার পূর্বপারের ফিডার ক্যানেলের রাস্তা ঘিরে।

মুর্শিদাবাদ ফরাক্কার পূর্বপারের ফিডার ক্যানেলের টিটিএস গেটের পাস থেকে শুরু করে ধুলিয়ান যাওয়ার রাস্তায় কয়েক জায়গায় রাস্তার বেশিরভাগ অংশ ধসে যাওয়ায় আতঙ্কের সৃষ্টি, সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পথচলতি মানুষদের।

পথচলতি মানুষরা জানিয়েছে, ওই রাস্তার বেশিরভাগ অংশ ধসে যাওয়ায় চরম আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হচ্ছে, রাতের অন্ধকারের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আরো বেশি বিপদজনক। সাবধানে চলাচল না করলে যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা।
আরও পড়ুনঃ কান্দিতে তৃণমূল নেতার বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার, গ্রেফতার
পথচলতি মানুষদের দাবি, অবিলম্বে প্রশাসনের তরফ থেকে ফরাক্কার এই পূর্বপারের ফিডার ক্যানেলের রাস্তার ধস মেরামতির কাজ শুরু করতে হবে। তা না হলে আগামী দিনে রাস্তার পুরো অংশ ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে এই ধস কবলিত রাস্তা মেরামতির কাজ শুরু করা হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584