নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে চোপড়া বাজারের রাস্তার কাজ শুরু হল মঙ্গলবার। রাস্তাটির জন্য মোট ১৬ লক্ষ ৬২ হাজার টাকা বরাদ্দ হয়েছে। রাস্তাটি ৫০০ মিটার হবে বলে জানা গিয়েছে। চোপড়া বাসস্ট্যান্ড থেকে হাতিঘিসা মোড় পর্যন্ত ৫০০ মিটারের ভাঙাচোরা রাস্তা দিয়ে দিনের পর দিন চলাচল করতে মানুষ বিরক্ত হয়ে পড়েছিলেন।

ফলে স্থানীয় মানুষদের পক্ষ থেকে রাস্তা তৈরির দাবি জানানো হয়েছিল চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের কাছে। সেই দাবি মঞ্জুর করে অবশেষে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের মাধ্যমে রাস্তাটির কাজে হাত লাগায় পঞ্চায়েত সমিতি।
পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন জানান, “রাস্তা তৈরির কাজ পাঁচ থেকে ছয় দিনের মধ্যে শেষ করার ইচ্ছে রয়েছে। এই কাজটির বরাদ্দের জন্য ব্লক থেকে শুরু করে জেলা প্রশাসনের কর্তারা যথেষ্ট সহযোগিতা করেছেন।”
আরও পড়ুনঃ বীর শহীদ সিধু কানুকে শ্রদ্ধা শুভেন্দু অধিকারীর
এদিন স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে রাস্তার শিলান্যাস করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন। এখন বর্ষার মুহূর্তে হলেও জরুরী ভিত্তিতে স্থানীয় মানুষদের দুর্দশার কথা মাথায় রেখে রাস্তাটি তৈরি করা হচ্ছে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584