নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের জলঙ্গির দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর গ্রামে বৃষ্টির জল জমে রাস্তার বেহাল দশা বলে জানাচ্ছেন এলাকাবাসী।

এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষ থেকে পথ চলতি মানুষদের।পঞ্চায়েত প্রধানকে অভিযোগ জানানো হয়েছে বলে জানান স্থানীয় মানুষজন।

আরও পড়ুনঃ দলের পুনরুত্থান ঘটানোয় চ্যালেঞ্জ, তৃণমূলের নয়া জেলা কমিটির
টুকটুক চালক থেকে মোটর সাইকেল ও সাইকেল চালক সকলেই বলেন, “আমাদের এই রাস্তাদিয়ে চলাফেরার অনেক সমস্যা হচ্ছে। গত এক বছর আগে এই রাস্তাটি পুনরায় নির্মাণ করেন জেলা পরিষদ। কিন্তু এক বছরের মাথায় রাস্তার অবস্থা শোচনীয়।”
যদিও এই বিষয়ে প্রধানকে জানালে তিনি আশ্বাস দেন। এবং রাস্তাটি সারানোর ব্যবস্থা করা হবে বলে জানান।
তবে তিনি ক্যামেরার সামনে আসতে অনীহা প্রকাশ করেছেন। গ্রামবাসী এখন অপেক্ষায় বসে আছেন কবে রাস্তাটি সারানো হবে এই আশায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584