শ্যামল রায়,পূর্বস্থলীঃ
শনিবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজেপি ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি হিসেবে ধিক্কার দিবস পালিত হলো।এই ধিক্কার দিবসকে কেন্দ্র করে শ্রীরামপুর গ্রামের হেমাতপুর এক পথসভা অনুষ্ঠিত হয়।এই পথ সভায় প্রধান বক্তা ছিলেন তৃণমূল নেতা ও পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক।তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করার ফলে সাধারণ মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। নোট বন্দি থেকে শুরু করে সমস্ত কিছুতেই গরীব মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে নাভিশ্বাস উঠেছে। জিএসটি আসার ফলে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়েছে।বেড়েছে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে রান্নার গ্যাসের দাম অস্বাভাবিক হারে দাম বেড়েছে ওষুধের।
পাশাপাশি অসমে বসবাসকারী আমাদের বাঙ্গালীদের উচ্ছেদ করে বিতাড়িত করার পথ নিয়েছে এই মোদি সরকার।তীব্র ভাষায় কটাক্ষ করেন তিনি। অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যজুড়ে শান্তির পাশাপাশি একাধিক উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে রাজ্যের প্রতিটি প্রান্তে।অথচ কেন্দ্রের বিজেপি সরকার মানুষ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির পথ বেছে নিয়ে রাজ্যজুড়ে দেশ জুড়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে।
এদিনের পথ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পরিমল দেবনাথ নন্দী নজরুল শেখ সবিতা মজুমদার সুতপা দেবনাথ অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584