নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের পানশিলা মোড় থেকে জশার যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে সংকীর্ণ হওয়ার কারণে বহু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের যানজটের মধ্যে পড়তে হয়,এখানেই শেষ নয়, এলাকার কোন রুগীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় বহু সমস্যার সম্মুখীন হতে হয় অ্যাম্বুলেন্স চালক থেকে মাতৃযান গুলির।
এই পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে এবং ব্লক প্রশাসনের উদ্যোগে অবশেষে সংকীর্ণ রাস্তা চওড়া করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেলেও গোপালনগর থেকে মাছিনান বাজার এলাকায় নানা সমস্যার মধ্যে পড়তে হয় ব্লক প্রশাসনকে।
আরও পড়ুনঃ তৃণমূলে যোগদান
কারণ বাজার এলাকা হওয়ার কারণে বহু দোকানপাট থেকে শুরু করে ধর্মীয় স্থান গুলি রাস্তার মধ্যে পড়ে যাওয়ায় তাতে বহু সমস্যায় পড়তে হয় ব্লক প্রশাসনকে। অবশেষে এলাকার মানুষের সাথে আলোচনার মাধ্যমে সেই জট অবশেষে মুক্ত হয়।
আরও পড়ুনঃ আতঙ্কের মাঝেও খুশির খবর, সুস্থ হচ্ছে করোনা আক্রান্ত রোগী
মঙ্গলবার বিশাল পুলিশবাহিনী সহ ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিকেরা এলাকায় গিয়ে ঘুরে দেখেন বর্তমান পরিস্থিতি, আশ্বাস দেয়া হয় যেসব জমি জায়গা, দোকানপাটের রাস্তা তৈরি করার সময় ক্ষতি হবে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
এছাড়াও যেসব ধর্মীয় স্থান গুলি রাস্তা তৈরি করার সময় বাধার সম্মুখীন হচ্ছে সেই সব ধর্মীয় স্থান গুলি অন্যত্র নিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয় ব্লক প্রশাসনের তরফ থেকে। আর এই আশ্বাসে যথেষ্ট খুশি হয়েছে এলাকাবাসীরা,কারণ রাস্তা চওড়া হলে উপকৃত হবে এলাকাবাসী সহ পার্শ্ববর্তী এলাকার মানুষেরা, এইদিন এমনটাই জানান কোলাঘাট বিডিও মদন মন্ডল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584