হরষিত সিংহ,মালদহঃ
মালদহ জেলার হবিবপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ। খুদে বিদ্যালয়ের পড়ুযাদের নিয়ে এক শিবির ও সচেতনতার র্যালি করা হয়। উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের একাধিক কর্তা ব্যাক্তিরা।
গোটা রাজ্যের সাথে মালদহ জেলা জুড়ে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। সেভ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পকে সামনে রেখে পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। বৃহস্পতিবার মালদা জেলা পুলিশের উদ্যোগে ও হব্বিপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক র্যালি ও সচেতনতা শিবির করা হয় বুলবুলচন্ডী বাস স্ট্যান্ডে।
এদিন উপস্থিত ছিলেন হব্বিপুর ব্লকের বিডিও শুভজিৎ জানা, থানার আইসি ত্রিদিব প্রামানিক ও জয়েন্ট বিডিও রাজেন্দ্র নারায়ন বর্মন সহ প্রশাসনিক কর্তারা। এদিন বুলবুলচন্ডী রাজেন্দ্র নারায়ন রায় বালিকা বিদ্যালয়ের পড়ুযাদের নিয়ে এক শিবির ও সচেতনতার রালি করা হয়।
পথ নিরাপত্তার এই র্যালি এদিন গোটা বুলবুলচন্ডী এলাকা ঘুরে সাধারন মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584