খড়্গপুরে তৃণমূল প্রার্থী দিনেন রায়ের সমর্থনে রোড শো সাংসদ মিমি’র

0
174

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের বেঙ্গাই থেকে হাতিহলকা পর্যন্ত খড়্গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিনেন রায়ের সমর্থনে রোড শো করে প্রচার সারলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী।

Mimi Chakraborty | newsfront.co
দলীয় প্রার্থীর হয়ে প্রচারে মিমি। নিজস্ব চিত্র

অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিনেন রায়, তৃণমূল কংগ্রেসের নেতা মুকুল সামন্ত, গনি ইসমাইল খান সহ আরও অনেকে। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দেখার জন্য হাজার হাজার মানুষ রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন। মিমি চক্রবর্তীকে ওই এলাকার বাসিন্দারা ফুল ছড়িয়ে শঙ্খধ্বনি দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও পড়ুনঃ দীপক হালদার‌কে প্রার্থী মানতে নারাজ ডায়মন্ডহারবারের বিজেপি কর্মী সমর্থক

মিমি চক্রবর্তী বলেন, “আপনারা দিদির মনোনীত প্রার্থী দিনেন রায় কে ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। কাজের মানুষ ভালো মানুষ দিনেন রায় কে আপনারা পুনরায় নির্বাচিত করলে আপনাদের এলাকার আরও উন্নয়ন হবে। আপনারা উন্নয়ন নিয়ে ভাববেন না। আপনাদের দুয়ারে উন্নয়ন পৌঁছে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার জন্য আপনারা দিনেন রায় কে ভোট দিয়ে নির্বাচিত করবেন।”

আরও পড়ুনঃ বেহালা পূর্বের টিকিট না পেয়ে বিজেপি ত্যাগ শোভনের

তিনি এও বলেন, “বিজেপি একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল। যে রাজনৈতিক দলের কোন নীতি আদর্শ নেই। যারা জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। যারা উন্নয়নের নামে ভন্ডামি করে।তাদের আপনারা ভোট দেবেন না। তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং শান্তি উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আগামী ২৭ শে মার্চ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করবেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here