মেদিনীপুর শহরে এসইউসিআই(সি) প্রার্থী তুষার জানার সমর্থনে রোডশো

0
62

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুর লোকসভায় এসইউসিআই(সি) প্রার্থী তুষার জানার সমর্থনে সোমবার মেদিনীপুর শহরে একটি প্রচার মিছিল হয়।

Road show of Suci candidate at medinipur
নিজস্ব চিত্র

এদিন কর্নেলগোলা দলের অফিস থেকে মিছিল শুরু হয়ে গোলকুয়াচক,পঞ্চুর চক, কালেক্টরেট,কেরানিতলা, বটতলা,স্কুল বাজার, বড়বাজার,লালদীঘির পাড় হয়ে অফিসে শেষ হয়।

উপস্থিত ছিলেন প্রার্থী তুষার জানা,জেলা সম্পাদক নারায়ণ অধিকারী,রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমল মাইতি সহ জেলার অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

গণআন্দোলনকে শক্তিশালী করার অঙ্গীকার নিয়েই মানুষের কাছে সমর্থন চান তুষার বাবু।তিনি বলেন “আমরা গণআন্দোলনের দল। সেই আন্দোলনকেই আরও শক্তিশালী করার লক্ষ্যেই আমাদের ভোটে অংশগ্রহণ।

আরও পড়ুনঃ বিপ্লবের সমর্থনে এসএফআই- ডিওয়াইএফআইয়ের রোডশো

এর আগেও ষোলবার কেন্দ্রে ভোট হয়েছে। বড় বড় দল জিতেছে, মানুষ জিততে পারেনি।গরিব আরও গরিব হয়েছে।তাই জনগণকেই ঠিক করতে হবে তারা গণআন্দোলনের প্রার্থীকে ভোট দেবেন,নাকি প্রচারে ভুলে বড় দল দেখে তারা ভোট দেবেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here