নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
দিনকয়েক আগে নিউজ ফ্রন্ট লাইভে এসেছিলেন ‘পাণ্ডব গোয়েন্দা’র বাবলু, রব দে। দর্শকের নানা প্রশ্নের মাঝে একটি প্রশ্ন বারবারই উঠে আসে যে তিনি ‘মন ফাগুন’-এ থাকছেন কিনা। প্রশ্নগুলিকে নিজস্ব কায়দায় বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে যান রব। না, হ্যাঁ -এর দোলাচলে রাখেন সকলকে। কিন্তু সত্য তো বেশিদিন চাপা থাকে না৷
‘মন ফাগুন’-এর ভার্চুয়াল প্রেস কনফারেন্সে জানা গেল রব থাকছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। চরিত্র সম্বন্ধে রব সেভাবে কিছু না জানালেও জানিয়েছেন, তিনি ঋষিরাজ অর্থাৎ গল্পের নায়কের দিকে থাকবেন। সে ঋষিরাজের ছোট ভাই। সকলের খুব আদরের।
রব বলেন- “চরিত্রটাও ভীষণ আদরের। আমি যাদের সঙ্গে কাজ করছি সবাই আমরা একটা পরিবার। আর ব্যক্তিগতভাবে আমি এই গোটা ইউনিট’টাকে নিজের এক্সটেনডেন্ট ফ্যামিলি মেম্বার মনে করি।”
আরও পড়ুনঃ ‘মন ফাগুন’-এর মজাদার ভার্চুয়াল আড্ডায় কালিম্পং থেকে হাজির সৃজলা-শন-গীতশ্রী
রবের দিদির চরিত্রে থাকছেন গীতশ্রী রায়। তিনিও অনেকদিন পর ফিরছেন ছোটপর্দায়। অনেকদিন টেলিভিশন থেকে দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তা ম্লান হয়নি এতটুকুও। আজও রাশি নামে তাঁকে ভালোবাসে দর্শক। আর রব তো বাবলু দা হিসেবে সকলের যেন নয়নের মণি। নিউজ ফ্রন্ট লাইভে তাঁর ডাকে সাড়া দেয় বহু মানুষ। রব সকলের প্রশ্নের জবাব দেন একেবারে কাছের মানুষের ভঙ্গিমায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584