নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
প্রাচীন পদ্ধতিতে ঘরের সিঁদ কেটে চুরি হল চোপড়া থানার চুরাখোয়া গ্রামে। এই পদ্ধতিতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুস্কৃতী সিঁদ কেটে ঘরে ঢুকে টাকার বাক্স ও জরুরী কিছু নথিপত্র নিয়ে পালিয়েছে। অভিযোগ, রবিবার রাতে দুষ্কৃতীরা স্থানীয় এক ব্যক্তির বাড়িতে সিঁদ কেটে ঘরে ঢোকে। নগদ টাকার সঙ্গে বিভিন্ন জিনিস নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর চোপড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন গৃহকর্তা মহঃ সুলেমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, দুষ্কৃতীরা ঘরের পেছনে পর পর দু’জায়গায় সিঁদ কেটে ঘরে ঢুকে টাকার বাক্স নিয়ে পালায়। তাতে ১ লক্ষ ৭০ হাজার টাকা ছিল।
আরও পড়ুনঃ করোনা থেকে মুক্তি পেতে ফাঁসিদেওয়ায় পূজা করলেন মহিলারা
এছাড়া একটি মোবাইল সেট, জলের পাম্প সেট, জমির দলিলপত্র সহ বেশকিছু জিনিস নিয়ে পালিয়েছে বলেও অভিযোগ। সোমবার ভোর রাতে চুরির বিষয়টি নজরে আসে। সুলেমানবাবু জানান, তার একটি চা বাগান অন্যের কাছে বন্ধক রয়েছে। সেটি ফেরাতে টাকার জোগাড় করা হচ্ছিল। রাতে সব টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584