নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ডোমকল বসন্তপুর কলেজ সংলগ্ন এলাকায় রাস্তা লাগা এক বাড়িতে সাটারের দেওয়াল কেটে চুরি হল গতকাল রাতে। ওই গ্রামের মানুষ জানিয়েছেন, এরকম ঘটনা মাঝেমধ্যেই ঘটে এই এলাকায়।

পুলিশ প্রশাসনের কাছে এলাকার মানুষের দাবি, এই ধরনের কাজ যারা করছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এলাকায় এধরনের কাজ আর যেন কেউ না করতে পারে সে বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধও জানিয়েছেন স্থানীয়রা।

তারা জানিয়েছেন, আমাদের গ্রামে আগে কোন রকম চুরি, ছিনতাই, ডাকাতি ছিল না কিছু দুষ্কৃতী এই কাজ শুরু করেছে এদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যেন খুব শীঘ্রই কড়া ব্যবস্থা নেয় সেটাই আমরা চাই।
আরও পড়ুনঃ ধুলিয়ানে গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ এক যুবক
পাশাপাশি ডোমকল বসন্তপুর কলেজ রোড লাগা বাড়িতে দেওয়াল কেটে ডাকাতির চুরির যে অভিযোগ পাওয়া গেছে তাতে বাড়ির মালিক জানিয়েছেন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আর সেই সুযোগ বুঝেই বাড়িতে দেওয়াল কেটে চুরি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584