নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
সামনেই দুর্গা পুজো। দুর্গা পুজোর চাঁদা আদায়ের অছিলায় ১১ লক্ষ টাকা ডাকাতি করে চম্পট দিল দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটেছে শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আলিপুরদুয়ারের ফালাকাটার যোগেন্দ্রপুর সোনারধাম এলাকায় ৷ ওই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।
জানা গিয়েছে, বাড়ির মালিক পরিমল সরকার তিনি পেশায় কৃষি কাজ করেন। শুক্রবার হিমঘরে রাখা আলু বিক্রি করে তিনি কয়েক লক্ষ টাকা পেয়েছিলেন । আলু বিক্রির ওই টাকা বাড়িতেই রাখা ছিল। এদিন সন্ধ্যায় পরিমলবাবু বাড়িতে ছিলেন না।
তার স্ত্রী পুতুল সরকার ও ১৫ বছরের এক ছেলে বাড়িতে ছিল। সেই সময় পুজোর চাঁদা নেওয়ার নাম করে বাড়িতে ঢুকে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা ৷
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় জখম যুবকের চিকিৎসা খরচের দাবিতে পথ অবরোধ কুমারগ্রামে
এদিন ওই গৃহবধূ পুতুল সরকার বলেন, “সন্ধ্যায় দুর্গা পুজোর চাঁদা নিতে এসেছি বলে ৩ জন বাড়িতে ঢোকে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও রুমাল দিয়ে বাঁধা ছিল। বাড়িতে ঢুকেই দুষ্কৃতীরা আমার মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। এরপর তারা আমাকে ধারালো অস্ত্র দেখিয়ে ছেলেকে প্রাণে মারার হুমকি দেয় ও আলু বিক্রির টাকা চায়। আমি ভয়ে আলমারীর চাবি দিয়ে দিই। দুষ্কৃতীরা আলু বিক্রির মোট ১১ লক্ষ টাকা ও সোনার দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।” খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফালাকাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584