সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
তৃতীয় দফার লকডাউনের প্রায় শেষ এবং প্রতিটি মানুষ যখন ঘরবন্দি, ঠিক তার মাঝেই চুরি হয়ে গেল মথুরাপুর ২ নম্বর ব্লকের বামাচরণ বিদ্যাপীঠে।

স্কুল সূত্রে খবর, গতকাল মধ্যরাতে স্কুলের পাঁচিল টপকে স্কুলের তালা ভেঙে স্কুলের প্রধান শিক্ষক সহ স্টাফ রুমের সমস্ত আলমারি ভেঙে দেখে দুস্কৃতীরা।

আরও পড়ুনঃ বাড়ির ভিতর থেকে একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধারে চাঞ্চল্য
প্রধান শিক্ষকের বক্তব্য এই স্কুলের তেমন কিছু খোয়া যায়নি। চোরের দল মূলত টাকার জন্য এসেছিল। আলমারিতে খুচরো প্রায় হাজার টাকা মতো তারা নিয়ে পালিয়ে যায়। এই স্কুলের পক্ষ থেকে রায়দিঘি থানাকে জানালে, রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং এই ঘটনার তদন্ত শুরু করেন।
বেশ কয়েক মাস আগে পর-পর ঠিক এরকম ভাবেই অনেক স্কুলে চুরি হয়েছিল। রায়দিঘি থানার পাশেই এই স্কুলে চুরি হলো কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে অনেক মহলে। আদৌ কি এই সমস্যার সমাধান হবে উঠে আসছে প্রশ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584