হাত স্যানিটাইজ করে সোনার দোকানে লুটপাট চালাল মাস্ক পরা ডাকাত দল

0
91

ওয়েব ডেস্ক, আলিগড়ঃ

করোনাভাইরাসের প্রকোপে নাজেহাল জনজীবন। ক্রমশ বাড়ছে সংক্রমিত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবে পৃথিবী, তা কেউ জানে না। রোজকার এই একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আসার জন্য ‘নিউ নর্মাল’ মেনেই শুরু হয়েছে জীবনযাপন। আর সেই ‘নিউ নর্মাল’ মেনেই হাত স্যানিটাইজ করে মুখে মাস্ক পরে সোনার দোকানে লুটপাট চালাল ‘স্বাস্থ্য সচেতন’ ডাকাত দল। ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড়ের।

Gold showroom | newsfront.co
বন্ধুক উঁচিয়ে। ছবিঃ স্ক্রিনশট

শুক্রবার দুপুর দুটো নাগাদ বাইকে করে ওই দোকানে আসে তিনজন। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একেবারে স্বাভাবিকভাবে দোকানে ঢোকে দুই যুবক। দু’জনেই মাস্ক পরেছিল। ক্রেতা ভেবে দোকানের কর্মীরা তাদের হাতে স্যানিটাইজার দেন। তারপরই কোমর থেকে দেশি পিস্তল বের করে শুরু হয় লুটপাট। ততক্ষণে যোগ দেয় তৃতীয়জনও।

সেই সময় দোকানে তিনজন ক্রেতা ছিলেন। তাঁরা একচুলও নড়েননি। বরং বিনা বাধায় কাউন্টার টপকে সিন্দুক থেকে সোনার গয়না এবং নগদ টাকা বের করতে থাকে একজন। অপর দু’জন তা ব্যাগে ভরতে থাকে। ৩৫-৩৬ সেকেন্ডের মধ্যেই লুটপাট চালিয়ে চম্পট দেয় ডাকাতরা।

আরও পড়ুনঃ কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে বড়সড় পরিবর্তন,পদ খোয়ালেন গুলাম নবি আজাদ

প্রায় ৪০ লাখ টাকা মূল্যের গয়নার পাশাপাশি নগদ ৩০,০০০-৪০,০০০ টাকা নিয়েও পালিয়েছে তারা। আলিগড় পুলিশের তরফে টুইটারে জানানো হয়, ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপারের নেতৃত্বে তদন্তকারী দল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আলিগড়ের এসএসপি মুনিরাজ বলেন, ‘তিনজন মোটরসাইকেলে করে এসে দোকানের ভিতরে যায়। তিনজনই মুখে মাস্ক পরেছিল। এরপরই হাত স্যানিটাইজ করে দেশি পিস্তল দেখিয়ে সোনার দোকান লুটপাট করেছে। দোকানের মালিক লুটপাট নিয়ে যাবতীয় তথ্য দেবেন, আমরা এফআইআর দায়ের করব।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here