মেদিনীপুরের প্রাচীন কালী মন্দিরে দুঃসাহসিক চুরি

0
79

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

চোরের হাত থেকে ছাড় পেল না মন্দিরও । পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকায় ১৫০ বছরের প্রাচীন এক প্রসিদ্ধ কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শনিবার রাতে।

Kali maa | newsfront.co
নিজস্ব চিত্র

দেড়শো বছরের প্রাচীন এই কালীমন্দিরে শনিবার মাঝরাতে একদল দুষ্কৃতী তালা ভেঙে চুরি করে নিয়ে যায় মায়ের গায়ে থাকা সোনা ও রূপার গহনা সহ মন্দিরের একাধিক সামগ্রী ও পিতলের খড়্গ। রবিবার সকালে প্রথমে মন্দিরের এক সেবাইতের নজরে আসে বিষয়টি। তিনি মন্দির কমিটিকে বিষয়টি জানায়।

Kali temple | newsfront.co
এলাকায় পুলিশ ৷ নিজস্ব চিত্র

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মানিকপুর কালী মন্দির ট্রাস্ট কমিটির সম্পাদক মলয় কুমার রথ ও এলাকাবাসীরা। স্থানীয়রা জানিয়েছে , মন্দিরের তালা ভেঙে প্রায় লক্ষাধিক টাকার সোনা, রূপোর গহনা খোয়া গিয়েছে। কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় চোরাই স্কুটি সহ গ্রেফতার ২

Maa kali temple | newsfront.co
নিজস্ব চিত্র

মন্দির কমিটির পক্ষ থেকে খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানায়। খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ এসে ইতিমধ্যে মন্দিরে থাকা সিসিটিভি র ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্তকরণের কাজ শুরু করেছে।

আরও পড়ুনঃ কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে সাটার ভেঙে চুরি ৩০ হাজার টাকার সামগ্রী

প্রসঙ্গত একইভাবে ২০০৪ সালে এই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। এরপর আবার শনিবার রাতের ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন মন্দির কমিটির সদস্য ও এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দারা পুলিশকে ওই ঘটনার সাথে জড়িত দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here