তালা ভেঙে চুরি বিদ্যালয়ে,খোয়া গেল গুরুত্বপূর্ণ নথিও

0
56

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

the school robbery
নিজস্ব চিত্র

রাতের অন্ধকারেই দক্ষিণ রায়পুর নরেন্দ্রনাথ বিদ্যামন্দিরে বড়সড় চুরির ঘটনা ঘটলো। ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুর নরেন্দ্রনাথ বিদ্যামন্দির বহুদিনের একটা শিক্ষা প্রতিষ্ঠান।গত রাতের অন্ধকারে স্কুলের গেট তালা লকার ভেঙে প্রচুর পরিমাণে নথিপত্র তছরুপ করা হয়। গত বছর একই রকম ভাবে চুরি হয়েছিল বলে স্কুল শিক্ষকরা জানান।

the school robbery
নিজস্ব চিত্র
the school robbery
নিজস্ব চিত্র
the school robbery
নিজস্ব চিত্র

শিক্ষকরা বলেন কেউ না কেউ বহুদিন ধরে ক্ষতি চেষ্টা করছে। কিন্তু গতকাল যা ঘটে গেল সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপর খুবই নিন্দনীয় ব্যাপার।আজ স্কুল টাইমে স্কুলে অশিক্ষক কর্মচারী নারায়ণ চন্দ্র নস্কর এবং প্রফুল্ল বৈদ্য প্রতিদিনের ন্যায় স্কুল খুলতে এসে দেখেন মেন গেটে তালা সম্পূর্ণ কাটা হয়েছে,এমনকি পরপর তিনটি গেটের কলাপসিবল গেটের তালা কাটা হয়েছে, পরবর্তীকালে তিনি স্কুলের ভিতরে ঢুকে দেখেন প্রধান শিক্ষকের যে ঘর রয়েছে সেই ঘরের আলমারির তালা ভেঙে কিছু টাকা পয়সা থেকে শুরু করে বহু কাগজপত্র তছনছ করেছে দুষ্কৃতকারীরা।

আরও পড়ুনঃ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি মন্দির থেকে

the school robbery
অশোক কুমার গিরি,সহকারী প্রধান শিক্ষক।নিজস্ব চিত্র
the school robbery
আব্দুল সাত্তার মোল্লা,সদস্য স্কুল ম্যানেজিং কমিটি।নিজস্ব চিত্র

এমনকি প্রধান শিক্ষকের টেবিলের নিচে যে কাগজপত্রগুলো ছিঁড়ে তছনছ করা হয়েছে।শুধু সেখানেই শেষ নয় কম্পিউটার শিক্ষকদের বসার ঘরের লকার ভেঙে বাইরে ফেলে দেওয়া হয়েছে। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার স্কুলের ছাত্র ছাত্রী পরীক্ষা দিলে যে মার্কস রেজিস্টার থাকে রেজিস্টারটা কেউ নষ্ট করে দেওয়া হয়েছে।

the school robbery
নিজস্ব চিত্র
the school robbery
সুশান্ত কুমার দাস,সভাপতি স্কুল ম্যানেজিং কমিটি।নিজস্ব চিত্র

গুরুত্বপূর্ণ নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না।স্কুল পরিচালন কমিটির সবাই আসেন শিক্ষকদের সঙ্গে কথা বলে থানায় খবর দেওয়া হয়।পুলিশ পরীক্ষা-নিরীক্ষা করে চলে যান। আজকে এই স্কুল বন্ধ রয়েছে।বর্তমানে যে পরিস্থিতি শিক্ষকরা জানালেন আগামী দিন থেকে যথারীতি চলবে স্কুল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here