শীতলকুচির ডাকঘোড়া বাজারে পরপর তিনটি দোকানে চুরি, আতঙ্কিত ব্যবসায়ীরা

0
75

মনিরুল হক, কোচবিহারঃ

robbery in shop | newsfront.co
নিজস্ব চিত্র

এক রাতে পরপর তিনটি দোকানের তালা ভেঙে সমস্ত কিছু লুট করে নিয়ে গেল দুষ্কৃতীরা। এমনি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল শীতলকুচি থানার অন্তর্গত ডাকঘোড়া বাজারে।

জানা গেছে, ডাকঘোড়া বাজারের ব্যবসায়ী স্বপন সিংহ, সোহাগ সিংহ এবং শ্রীনিবাস পালের গালামাল ও কাপড়ের দোকানে তালা ভেঙে গালামালের বেশ কিছু সামগ্রী ও টাকা পয়সা তৎসহ কাপড়ের দোকানের ক্যাশ বাক্স ভেঙে টাকা পয়সা এবং জামা কাপড় চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।

shop | newsfront.co
ছড়িয়ে থাকা দোকানের জিনিসপত্র। নিজস্ব চিত্র

বুধবার সকাল বেলায় তারা এসে দেখেন দোকানের তালা ভাঙা অবস্থা। তারপর দোকান খুলে দেখে চুরি হয়ে গেছে দোকানের বেশ কিছু সামগ্রী ও নগদ কিছু টাকা পয়সা। ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।এই ঘটনার জেরে এলাকার অন্যান্য ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।

আরও পড়ুনঃ গড়বেতায় পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে বিডিওকে স্মারকলিপি প্রদান

এ বিষয়ে চুরি যাওয়া এক দোকানের মালিক স্বপন কুমার সিংহ জানান, “গতকাল হাটবার ছিল, প্রায় ২৫০০০ টাকার গালামালের খরচ এনে দোকানে রেখেছিলাম। রাতের বেলায় আটবস্তা চাল, চারবস্তা ডাল, সরিষার তেলের জার সহ অন্যান্য সামগ্রী তাছাড়া ক্যাশবাক্সে থাকা প্রায় ১০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।” অন্যদিকে সোহাগ সিংহের দোকানেও চালের বস্তা এবং সরষের তেল তৎসহ ক্যাশবাক্স ভেঙে নগদ অর্থ সহ বেশ কিছু মালপত্র নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা।

একই ঘটনা ঘটে শ্রীনিবাস পালের কাপড়ের দোকানেও। পরে সমস্ত ব্যবসায়ীরা মিলে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

শীতলকুচি থানা সূত্রে জানা গেছে, “চুরির ঘটনা আমরা শুনেছি এবং থানায় এসে ব্যবসায়ীরা অভিযোগ দায়ের করেছে। সরজমিনে গিয়ে বিষয়টা প্রত্যক্ষ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here