ড্র হলেও দলের ইচ্ছা শক্তির প্রশংসা লাল হলুদ কোচের

0
63

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

বেঙ্গালুরু এফসি-কে হারানোর ছ’দিনের মাথায় দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিক ভাবেই হতাশ এসসি ইস্টবেঙ্গলের কোচ। তবে ফাউলার অন্তত খুশি এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারায়। একাধিক ইতিবাচক দিক এই ম্যাচ থেকেও বার করতে চাইছেন তিনি।

robbie fowler | newsfront.co

শুক্রবার তিলক ময়দান স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স ৯৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকার পরে ডিফেন্ডার স্কট নেভিলের হেডের গোলে হার বাঁচায় লাল-হলুদ বাহিনী। দলের দুই সেরা তারকা ব্রাইট ইনোবাখারে ও জাক মাঘোমা এ দিন সেরা ফর্মে ছিলেন না। তার ওপর গোটা দলটাই ছিল বিবর্ণ।

রাতে ম্যাচের পরে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে লাল-হলুদ কোচ বলেন, “ম্যাচটা জিততে না পারাটা হতাশাজনক ঠিকই। তবে এই ম্যাচেও একাধিক ইতিবাচক ব্যাপার রয়েছে। ম্যাচটা আমরা হারিনি। শেষ মিনিটে সমতা আনতে পেরেছি। তিন পয়েন্ট খোয়াতে পারতাম, কিন্তু তা হয়নি।“

আরও পড়ুনঃ কেরালা ম্যাচে সেই ড্র করল ইস্টবেঙ্গল

ফাউলার আরও বলেন, “ওরা গোল করার পরে আমাদের দলের ভারসাম্য কিছুটা হলেও হারিয়ে যায়। এর আগে ছ’দিনে তিনটে কঠিন ম্যাচ খেলেছি আমরা। হয়তো সেই জন্যই আমাদের ছেলেদের স্বাভাবিক ছন্দে পাওয়া যায়নি আজ। তবে ওরা আজ অনেক সাহস ও ইচ্ছাশক্তির পরিচয় দিয়েছে। এটা ভাল দিক।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here