অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
মুম্বই সিটি এফসি-র কাছে হেরে গেলেও দলের পারফরম্যান্সে তিনি ‘গর্বিত’। শুক্রবার তিলক ময়দান স্টেডিয়ামে এক গোলে হারলেও, হারার মতো ফুটবল খেলেনি রবি ফাউলারের দল। বরং ম্যাচের শেষ মুম্বইয়ের কোচ সের্খিও লোবেরাকে বলতে শোনা যায়, ভাগ্যের জোরে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করতে পেরেছেন তাঁরা।
দশ নম্বর দল হয়েও লিগের সেরা দলের বিরুদ্ধে বল পজেশনে অনেক এগিয়ে থেকেও, বিপক্ষের চেয়ে দেড়গুন বেশি পাস খেলেও শুক্রবার শেষ পর্যন্ত গোলের দরজা খুলতে পারেনি রবি ফাউলারের দল। ২৭ মিনিটের মাথায় সেনেগালি ডিফেন্ডার মুর্তাদা ফলের হেডে হওয়া গোলে ০-১-এ পিছিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও বিপক্ষের দুর্ভেদ্য ডিফেন্স ভেদ করে সমতা আনতে পারেনি কলকাতার দল।
আরও পড়ুনঃ জিতলেও আক্রমণ নিয়ে অখুশি হাবাস
তবে ম্যাচটা যে এক নম্বরের সঙ্গে দশ নম্বরের হচ্ছিল, তা মনে রাখা বেশ কঠিন হয়। বরাবর প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করা মুম্বই সিটি এফসি-কে এ দিন ম্যাচের অনেকটা সময়ই বেশ চাপে রেখেছিল লাল-হলুদ বাহিনী।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম গড়তে উদ্যোগী রাজ্য
মাস দেড়েক আগে এই মুম্বইয়ের কাছেই তিন গোলে হারা দলের সম্পুর্ণ বদলে যাওয়া পারফরম্যান্স নিয়ে ম্যাচের পরে ফাউলার সাংবাদিকদের বলেন, “গর্ব করার মতো পারফরম্যান্স দেখিয়েছে আমাদের দলের ছেলেরা। ম্যাচটা জিততে পারিনি ঠিকই। কিন্তু সারা দুনিয়া দেখেছে, সারা ম্যাচে কতটা বল পজেশন ছিল আমাদের।
সব দিক থেকেই যে আমরা উন্নতি করছি, তা বোঝাই যাচ্ছে। ছেলেরা এখন অনেক বেশি ফিট ও শক্তিশালী। এটা লজ্জাজনক যে আমাদের এই জায়গাটাতে আসতে ৪৫ মিনিট লেগে গেল। তবে মুম্বই সিটি এফসি-কে সম্ভবত আমরাই মরশুমের সবচেয়ে কঠিন ৪৫ মিনিট কাটাতে বাধ্য করেছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584