হেরে ভারতীয় ফুটবলারদের দুষলেন ফাউলার

0
58

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

তাঁর দলকে যে কয়েকজন খেলোয়াড়ের কিছু ভুলের মাশুল দিতে হচ্ছে, তা বুঝতে পারলেও এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার এখনও আশায় রয়েছেন, দলকে ঠিকই জয়ের রাস্তায় আনবেন। মঙ্গলবার মুম্বই সিটি এফসি-র কাছে ০-৩ গোলে হারের ব্যাখ্যা এ ভাবেই দিলেন ব্রিটিশ কোচ। তবে শুরুতেই ড্যানিয়েল ফক্স চোট পেয়ে বেরিয়ে যাওয়ায় সব পরিকল্পনা ভেস্তে যায় বলে জানান তিনি।

robbie fowler | newsfront.co
রবি ফাউলার

ম্যাচের পরে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ফাউলার বলেন, “শুরুতেই যদি দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ও অধিনায়ক চোট পেয়ে বেরিয়ে যায়, তা হলে এক সপ্তাহ ধরে তৈরি করা সব পরিকল্পনাই ভেস্তে যায়। মাঝে মাঝে কয়েকজন খেলোয়াড়ের ব্যর্থতা সমস্যায় ফেলেছে আমাদের। মনসংযোগের অভাব হয়েছে, ফুটবলে যেটা খুবই গুরুত্বপূর্ণ।“

তবে ফক্সের চোটটা ঠিক কতটা গুরুতর, তা বলতে পারলেন না কোচ। শুধু জানালেন, “ড্যানির চোটটা ঠিক কতটা গুরুতর, তা কাল জানতে পারব। এখনও বিশদে জানতে পারিনি।“

আরও পড়ুনঃ সচিনের রেকর্ড ভেঙে সব থেকে দ্রুত বারো হাজার রানের মালিক বিরাট

তাঁর দলের ভারতীয় ফুটবলারদের আরও তৈরি হতে হবে বলে মনে করেন ফাউলার। বলেন, “আমাদের নিজেদেরই ভুলের মাশুল দিতে হয়েছে প্রথম দুই ম্যাচে। এই ভুলগুলো বন্ধ করতে হবে। দলের ভারতীয় ফুটবলারদের আরও ভাল ভাবে তৈরি করতে হবে। আশা করি সেটা পারব। সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নতি আসবে আমাদের দলে।“

এরপর ভারতীয় ফুটবলারদের নিয়ে তিনি জানান,”ওদের মনে হয় ঠিক মত কোচিং হয়নি ঠিক মত কোচিং পেলে ওদের ফুটবল এত খারাপ হত না ওদের কোচিং করাতে করাতে সময় চলে যাচ্ছে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here