ডার্বিকেই পাখির চোখ করছেন ফাউলার

0
71

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

ইস্টবেঙ্গলের নতুন কোচ রবি ফাউলারকে নিয়ে সারা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে সিডনি হেরার্ড থেকে সব বড় বড় আন্তর্জাতিক পেপারে ইস্টবেঙ্গল ক্লাবে তার কোচ হওয়ার খবর জায়গা পায়। সেখানে ইস্টবেঙ্গলের গৌরব আলাদা জায়গা করেছে।

Robbie Fowler | newsfront.co
রবি ফাউলার

ইস্টবেঙ্গলের কোচ হয়ে অনলাইনের মাধ্যমে করা এদিন সারা বিশ্বের সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়ে তিনি জানান,’ ওদের ক্লাবের আবেগ ও গৌরব নিয়ে আমি ওয়াকি বহল। তাই ইস্টবেঙ্গলের কোচ হয়ে আমি খুশি ওরা এই সম্মান দিলেন আমায়। ওদের ওখানে যেটা শুনলাম সেটা ডার্বি বিশ্বের যে কোনও দেশেই ডার্বি ম্যাচ হয়। ভারতেও হয়। আমার দেশে আমিও ডার্বি ম্যাচ খেলেছি।

trending post | newsfront.co
প্রকাশিত খবরের কোলাজ

আরও পড়ুনঃ ফরাসি ওপেনের ফাইনালে জোকার

ভারতে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যা চ। খোঁজ নিয়েছি। ডার্বি ম্যা চের গুরুত্বটা আমি বুঝি। ডার্বির আবেগ লক্ষ করেই এগোচ্ছি, জানি না কি হবে কেমন বাকি প্রতিপক্ষরা থাকবে তবে ডার্বিতে দলকে জয়ী দেখতে চাই সেটা এখন থেকেই বলছি সমর্থকদের জন্য ডার্বি ম্যা চটা জিততে চাই।”

ইস্টবেঙ্গল দল নিয়ে তিনি জানান “আমি একটা ভালো কোচিং গ্রুপ পেয়েছি তাঁদের অনেককে চিনি অনেককে চিনি না তবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একে ওপরের সঙ্গে মানিয়ে নিতে হবে। “

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here