Robert Vadra quizzed by ED for over 8 hours in money laundering case
Read @ANI Story | https://t.co/cIvtRVQ6LB pic.twitter.com/Rzfn7U21L4
— ANI Digital (@ani_digital) February 9, 2019
ওয়েবডেস্কঃ
অর্থ পাচার কেসে রবার্ট ভাদ্রাকে আজও টানা আট ঘন্টা জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সোনিয়া গান্ধীর জামাই তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাদ্রা আজ শনিবার সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ মধ্য দিল্লির জাম নগরের ইডি অফিসে হাজির হন।
গত বুধবার থেকে শুরু করে আজ শনিবার পর্যন্ত এই চার দিনে মোট তিনবার ইডির জেরার মুখোমুখি রবার্ট বঢরা । এর আগে বুধ ও বৃহস্পতিবারও তাকে দফায় দফায় সব মিলিয়ে ১১ ঘণ্টা জেরা করা হয়।
উল্লেখ্য লন্ডনে প্রায় ১১০ কোটি টাকার বেনামি সম্পত্তি রয়েছে বঢরার নামে এমনটাই অভিযোগ । পলাতক অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীর সহ আরও কয়েক জন সন্দেহ ভাজনের সঙ্গে তাঁর যোগসূত্র নিয়েও আছে অভিযোগ।
ইতিমধ্যে শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভাদ্রাকে গ্রেপ্তার করা যাবে না ।পাশাপাশি নির্দেশ রয়েছে তদন্তের সুবিধার্থে ইডিকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে রবার্টকে। এর আগে ইডি দপ্তরে তাঁর সঙ্গে দেখা গেছিল স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে । তবে আজ দলীয় কর্মসূচির ব্যস্ততার কারণে প্রিয়াঙ্কা গান্ধী আসতে পারেননি ।
উল্লেখ্য,আজ নিয়ে মোট ২৪ ঘন্টা জেরা সম্পন্ন হল বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584