মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
দুটো রুপোর পদকের পর এবার ভারতের ঝুলিতে এল সোনার পদকও। রবিবার সকালে প্যারালিম্পিক্সে দেশে প্রথম রুপো এনে দিয়েছিলেন ভাবিনা প্যাটেল।
এরপরই বিকেলে হাই জাম্পে রুপোর পদক জিতেছেন নিষাদ কুমার। আর তারপর সময় গড়াতেই দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপে রোহিত চামোলির হাত ধরে সোনা জিতল ভারত।
𝐇𝐄𝐑𝐄 𝐖𝐄 𝐆𝐎 😍#RohitChamoli wins 1️⃣st 🥇 medal of the day at #AsianYouthandJuniorChampionships in Dubai. He defeated 🇲🇳's Otgonbayar in a nail biting Final with the score 3:2 🔥#PunchMeinHaiDum#boxing pic.twitter.com/wOHdHeEOkB
— Boxing Federation (@BFI_official) August 29, 2021
আরও পড়ুনঃ ইতিহাস গড়লেন ভাবিনা, প্যারালিম্পিক্সে প্রথম রুপো জয় ভারতের
এদিন ৪৮ কেজি বিভাগে মঙ্গোলিয়ার প্রতিপক্ষ অটগনবায়ার তুভাশিনজায়াকে ৩-২ ফলে হারিয়েছে চণ্ডীগড়ের বক্সার রোহিত। ম্যাচের শুরুটা ভালো না হলেও শেষের দিকে সমানে সমানে টক্কর হয়। জয়ী হন রোহিত চামোলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584