অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়া সিরিজের আগে খারাপ খবর ভারতীয় দলের জন্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচ থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা এবং পেসার ইশান্ত শর্মা। শেষ দুটি ম্যাচে তাঁদের খেলানোর চেষ্টা করবে বিসিসিআই।
অন্তত রোহিতকে শেষ দুই টেস্টে পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। তবে, ইশান্তের ক্ষেত্রে সেই সম্ভাবনা প্রায় নেই। আইপিএল চলাকালীনই হ্যামস্ট্রিংয়ের চোট পান রোহিত। তারপরও খেলেছেন টুর্নামেন্টের শেষ তিন ম্যাচে। সেই নিয়ে বিতর্কও হয় পুরো চোটমুক্ত এখনও হননি। চোট সারাতে এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন হিটম্যান।
আরও পড়ুনঃ সীমিত ওভার সিরিজ না জিতলে ভারত ৪-০ তে টেস্ট হারবেঃ ক্লার্ক
অন্যদিকে, ইশান্তের ফিটনেসের অবস্থা দেখার পর তাঁর টেস্ট টিমে অন্তর্ভুক্তির কথা ভাবা হবে। ইশান্তের তলপেটের পেশি ছিঁড়ে গিয়েছিল আইপিএলের মাঝে এনসিএ যান দু’জনকে দেখে রাহুল দ্রাবিড়ের এনসিএ জানায় রোহিতকে আরও অন্তত ২ সপ্তাহ রিহ্যাবে থাকতে হবে পুরোপুরি ফিট হতে গেলে।
আর ইশান্তের লাগবে চার সপ্তাহ তারপর কোয়ারেন্টিন পর্ব সেরে দলে ঢোকা সত্যিই কঠিন। একে বিরাট নেই শেষ তিন টেস্টে এই দুই সিনিয়র না থাকলে ডনের দেশে যে ভারত আরও সমস্যায় পড়বে সেটা বলাই যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584