প্রত্যাশা মতোই তৈরী তালিকা খেলরত্ন পাচ্ছেন রোহিত

0
94

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

যা ভাবা হয়েছিল সেটাই হল। প্রত্যাশা মতোই প্রায় তৈরী হল তালিকা। এবারের খেলরত্ন পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের-সহ অধিনায়ক রোহিত শর্মা। তিনি সচিন ও ধোনি, কোহলির পর চতুর্থ ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন।

Rohit Sharma | newsfront.co
রোহিত শর্মা। ফাইল চিত্র

তার সঙ্গে খেলরত্ন পাচ্ছেন টেবিল টেনিসের মহিলা চ্যাম্পিয়ন মনিকা বাত্রা, ভারতের মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল, মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাত ও প্যারা অ্যাথলিট মারিয়াপ্পান টি। এদিনের কেন্দ্রীয় সরকারের তরফে এই তালিকা প্রকাশ করা হয়েছে। অর্জুন পেলেন ফুটবলার সন্দেশ ঝিঙাল ও বাংলার তীরন্দাজ অতনু দাস।

score board | newsfront.co

ক্রিকেটার , ইশান্ত শর্মা ও দীপ্তি শর্মাও পাচ্ছেন ‘অর্জুন’,. ২৯ আগস্ট রাষ্ট্রপতি ভবন থেকে ভার্চুয়ালি পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

আরও পড়ুনঃ আমিরশাহী গেল ধোনি-কোহলি-রোহিতরা

এছাড়া ক্রিকেটার ইশান্ত শর্মা ও দীপ্তি শর্মা ‘অর্জুন হচ্ছেন. জাদুকর ধ্যান চাঁদের জন্মদিনে রাষ্টএছাড়া দ্রোনা চার্য পুরস্কার পাচ্ছেন তিরন্দাজি কোচ ধর্মেন্দ্র তিওয়ারি, বক্সিংয়ে শ্রী শিব রাই, অ্যাথলিট কোচ ধর্মেন্দ্র তিওয়ারি সহ মোট আট জন.

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here