নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
যা ভাবা হয়েছিল সেটাই হল। প্রত্যাশা মতোই প্রায় তৈরী হল তালিকা। এবারের খেলরত্ন পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের-সহ অধিনায়ক রোহিত শর্মা। তিনি সচিন ও ধোনি, কোহলির পর চতুর্থ ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন।
তার সঙ্গে খেলরত্ন পাচ্ছেন টেবিল টেনিসের মহিলা চ্যাম্পিয়ন মনিকা বাত্রা, ভারতের মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল, মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাত ও প্যারা অ্যাথলিট মারিয়াপ্পান টি। এদিনের কেন্দ্রীয় সরকারের তরফে এই তালিকা প্রকাশ করা হয়েছে। অর্জুন পেলেন ফুটবলার সন্দেশ ঝিঙাল ও বাংলার তীরন্দাজ অতনু দাস।
ক্রিকেটার , ইশান্ত শর্মা ও দীপ্তি শর্মাও পাচ্ছেন ‘অর্জুন’,. ২৯ আগস্ট রাষ্ট্রপতি ভবন থেকে ভার্চুয়ালি পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।
আরও পড়ুনঃ আমিরশাহী গেল ধোনি-কোহলি-রোহিতরা
এছাড়া ক্রিকেটার ইশান্ত শর্মা ও দীপ্তি শর্মা ‘অর্জুন হচ্ছেন. জাদুকর ধ্যান চাঁদের জন্মদিনে রাষ্টএছাড়া দ্রোনা চার্য পুরস্কার পাচ্ছেন তিরন্দাজি কোচ ধর্মেন্দ্র তিওয়ারি, বক্সিংয়ে শ্রী শিব রাই, অ্যাথলিট কোচ ধর্মেন্দ্র তিওয়ারি সহ মোট আট জন.
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584