অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলা হয়ে গেছে। ফলাফল ১-১। বাকি আর ২টি ম্যাচ। তার মধ্যে আগামীকাল থেকে সিডনিতে শুরু হবে তৃতীয় টেস্ট। সিডনিতে দুই দলই নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে চাইবে এবং সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে চাইবে। সিডনি টেস্টের জন্য প্রথম একাদশ ঘোষণা করল ভারত।
তৃতীয় টেস্টে ফর্মে না থাকা ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে বাদ দেওয়া হয়েছে। শুভমান গিলের সঙ্গে সিডনিতে ওপেন করবে না চোটমুক্ত হয়ে দলে ফেরা রোহিত শর্মা। আর পরিবর্তন হয়েছে একটাই।
মেলবোর্নে দ্বিতীয় টেস্টে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন উমেশ যাদব। তার জায়গায় দলে এলেন দ্রুতগতির পেসার নবদীপ সাইনি। শার্দুল ঠাকুর, নবদীপ, সাইনি ও টি- নটরাজনের মধ্যে প্রথম একাদশে কে জায়গা করে নেবেন সেই নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। সব আলোচনার অবসান হয়ে দলে সুযোগ পেলেন সাইনি।
আরও পড়ুনঃ রোহিত বড় শত রান করবে সিডনিতে-বলছেন লক্ষ্মণ
ঘোষিত সিডনি টেস্টে ভারতের প্রথম একাদশঃ
রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কে রাহানে (অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, জসপ্রীত বুমরাহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584