অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
কয়েকদিন ধরে রোহিত শর্মার চোট নিয়ে উত্তাল হয়ে ওঠে ভারতীয় ক্রিকেট। বিবৃতি পাল্টা বিবৃতিতে উত্তাল হয়ে ওঠে ভারতীয় ক্রিকেট কিন্তু চুপ ছিলেন হিট ম্যান নিজে। অবশেষে নিজের চোট নিয়ে মুখ খুললেন ভারতীয় ওপেনার। ২৭ নভেম্বর অস্ট্রেলিয়া সফরে যাত্রা শুরু টিম ইন্ডিয়ার।
ওডিআই ও টি-২০-র পর টেস্ট খেলতে নামবে ভারত। এই সফর দিয়েই করোনা পরবর্তী ক্রিকেটে ভারতীয় দলের প্রত্যাবর্তন। কোভিড অতিমারির মাঝে বিদেশ সফরে মাঠে নামছেন, সেখানেই হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সীমিত ওভারের না টেস্ট ম্যাচে নামবেন রোহিত।
আরও পড়ুনঃ রঞ্জনের জেদেই শিল্ড জয়ের স্বপ্ন দেখছে জর্জ
সবাই বলেছিলেন যে রোহিত আইপিএলে খেললে সীমিত ওভারে খেলবেন না কেন! এই মুহূর্তে আইপিএল জিতে দুবাই থেকে দেশে ফিরে বেঙ্গালুরুর এনসিএতে রিহ্যাবে রয়েছেন তিনি।
আরও পড়ুনঃ কিবুকে হারিয়ে আইএসএল অভিযান শুরু হাবাসের
নিজের চোট নিয়ে রোহিত জানিয়েছেন, “হ্যামস্ট্রিংয়ের চোট এখন সম্পূর্ণ সেরে উঠেছে। এখন এনসিএতে আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরার জন্যে লড়াই চালাচ্ছি। আশা করি কয়েকদিন লাগবে সুস্থ হতে।“
তিনি কি সীমিত ওভারের ক্রিকেট খেলতে পারবেন সেটা নিয়ে অবশ্য কথা বললেন না রোহিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584