শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ার পরই ছেড়েছিলেন অধিনায়কের পদ। সেখানে নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। তখনই গুঞ্জন উঠেছিল ওয়ানডে ফরম্যাটেও পরিবর্তন চাইছে বিসিসিআই। সেই গুঞ্জনকে সত্যি করে আজ বুধবার এক টুইট বার্তায় সরকারিভাবে জানিয়েছেন বিসিসিআই। তাই আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে নতুন অধিনায়ক হিসেবে রোহিত শর্মার অভিষেক হতে চলছে। পাশাপাশি রোহিত শর্মাকে টেস্ট দলেরও সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। এখন থেকে বিরাট কোহলি শুধু সাদা পোশাকে অধিনায়কত্ব করবে।
বিরাট কোহলির জায়গায় রোহিত শর্মাকে অধিনায়ক নির্বাচিত করার পিছনে প্রধান কারণ, “সাদা বলের দুই ফরম্যাটে বিরাট কোহলির অধিনায়কত্বে ধারাবাহিক ব্যর্থতা।” সম্প্রতি বিভিন্ন বৈশ্বিক টূর্ণামেন্ট হট ফেবারিট দল হওয়া সত্ত্বেও বারবার ব্যর্থতা নিয়ে ফিরেছেন ভারতীয় দল। পাশাপাশি দীর্ঘদিন ধরে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ছিলেন কোহলি। সেখানেও তিনি ট্রফি শূন্য।
The All-India Senior Selection Committee also decided to name Mr Rohit Sharma as the Captain of the ODI & T20I teams going forward.#TeamIndia | @ImRo45 pic.twitter.com/hcg92sPtCa
— BCCI (@BCCI) December 8, 2021
অন্যদিকে রোহিত শর্মার অধিনায়কত্বে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স রেকর্ড সংখ্যক পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়াও যখনই অনির্দিষ্টকালের জন্য দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তখনই তাঁর নেতৃত্বে দল ভালো ফল করেছেন। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে স্থায়ী অধিনায়ক নির্বাচিত হয়েই বিশ্বকাপের যাবতীয় ব্যর্থতা মুছে ফেলে নিউজিল্যান্ডকে ধবল ধোলাই করেছেন।
আরও পড়ুনঃ অধিনায়কত্ব কাঁধে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচেই ৫ উইকেট, অসাধারণ পারফরম্যান্স কামিন্সের
নির্বাচকদের তরফ থেকে জানানো হয়েছে, বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনের সাথে ব্যক্তিগত ভাবে আলাদা করে কথা বলেছেন বোর্ডের কর্মকর্তারা। নতুন অধিনায়ক হিসেবে দলকে কোন পথে এগিয়ে নিয়ে যাবে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে, রোহিত শর্মার উত্তরে সন্তুষ্ট হয়েছেন। তারপরেই আজ বুধবার অফিসিয়ালিভাবে ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে শিলমোহর দিয়েছেন রোহিত শর্মাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584